টুকরো খবর |
শুভেন্দুর পদযাত্রা নিয়ে সজাগ পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মাওবাদীদের ডাকে সারা দেশে বন্ধের মধ্যেই বলরামপুরে মাওবাদী উপদ্রুত এলাকায় পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল। রবিবার দুপুরে বলরামপুরে যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী-সহ তৃণমূল নেতৃত্বের থাকার কথা। খুনটাঁড় থেকে প্রায় ১০ কিলোমিটার পথ তাঁরা পদযাত্রায় যোগ দেবেন বলে দল সূত্রে জানা গিয়েছে। জঙ্গলমহলে রাজ্য সরকারের ছ’মাসের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার ও মাওবাদীদের হাতে তৃণমূল কর্মীদের খুন হওয়ার প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ঘাটবেড়া-কেরোয়া গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে উরমা রেল স্টেশন পর্যন্ত পদযাত্রা হওয়ার কথা। মাওবাদীদের ডাকে শহিদ সপ্তাহ চলছে। তার মধ্যে কিষেনজি’র মৃত্যুর পরে মাওবাদীরা পাল্টা হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে পুলিশ মহলেও আশঙ্কা রয়েছে। তাই এই পদযাত্রা ঘিরে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ। এই খুনটাঁড় গ্রামেই গত ১৪ নভেম্বর রাতে অজিত সিং সর্দার ও তাঁর ছেলে বাকু সিং সর্দারকে মাওবাদীরা গুলি চালিয়ে খুন করেছিল। ১৬ নভেম্বর রাতে তাঁদের দেহ দিতে এসেছিলেন তৃণমূল নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারী। সেখানে মুকুলবাবু দলীয় সমর্থকদের জানিয়েছিলেন, জঙ্গলমহলের উন্নয়নে মুখ্যমন্ত্রীর নেওয়া কর্মসূচির প্রচার ও মাওবাদীদের প্রতিরোধে এই এলাকায় রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে। তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “মাওবাদীরা খুন করে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী উন্নয়নের কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা আটকাতেই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।”
|
জামিন খারিজ তেলুগু দীপকের |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও হুড়া |
মাওবাদী নেতা তেলুগু দীপকের জামিনের আবেদন খারিজ করে দিল পুরুলিয়া আদালত। ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি আড়শা থানার কাঁটাডি পুলিশ ক্যাম্পে আগ্নেয়াস্ত্র লুঠের ঘটনায় অভিযুক্ত দীপক। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। আদালত চত্বরে দাঁড়িয়েই দীপক অভিযোগ করেন, “কিষেণজিকে আটক করে মারা হয়েছে।” আত্মসমর্পণের পরে যে স্কোয়াড সদস্যেরা মাওবাদী পথ ভুল বলে মন্তব্য করেছেন, তাঁদের পুলিশই তা বলিয়ে বলেও তিনি দাবি করেন। এ দিনই হুড়ায় লালপুর মহাত্মা গাঁধী কলেজে এক আলোচনা সভায় মানবাধিকার কর্মী সুজাত ভদ্র বলেন, কেন রাজারাম-জাগরীর মতো যুবক-যুবতীরা ‘বিপথে’ চলে যাচ্ছে তা সরকারকে দেখতে হবে। সুজাতবাবুর মতো যে ছ’জন মাওবাদীদের সঙ্গে সরকারের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিলেন, তাঁদের অন্যতম ছোটন দাসও সভায় বক্তৃতা করেন।
|
তৃণমূলের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • সিমলাপাল |
একশো দিনের কাজ থেকে নিরক্ষরতা দূরীকরণে স্বেচ্ছাসেবী শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে সিপিএম পরিচালিত পঞ্চায়েত। এই অভিযোগে শুক্রবার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় যুব তৃণমূলের কর্মীরা। পরে তাঁরা ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধানের কাছে জমা দেন। জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শীতল দে বলেন, “এই পঞ্চায়েতে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে ৫৪ জনকে বিনা নোটিসে নিয়োগ করা হয়েছে। ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পের কাজেও দুর্নীতি করা হয়েছে।” পঞ্চায়েত প্রধান সিপিএমের মলয় ঘোষ অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, “সরকারি নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। কোনও ক্ষেত্রেই দুর্নীতি করা হয়নি।”
|
পথ দুর্ঘটনায় জখম চার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দুটি পৃথক পথ দুর্ঘটনায় জখম হলেন চার জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর শহরে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের অদূরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে রঘুনাথপুর থানার অদূরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, রঘুনাথপুর থানার রাঙামাটি গ্রামের বাসিন্দা আবু বাউরি নামের পেশায় দিন মজুর ওই ব্যক্তিকে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যানটি পুলিশ আটক করতে পারেনি। অন্য দিকে এ দিন সকালেই আদ্রা-রঘুনাথপুর রাস্তায় শিল্প প্রতিষ্ঠান কেন্দ্রের সামনে সব্জি বোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। ওই ঘটনায় চালক-সহ তিন জন জখম হন। প্রাথমিক চিকিৎসা করার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
|
সরকারি প্রকল্প নিয়ে শুনানি |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
গণ বন্টন ব্যবস্থার সমস্যা, ১০০ দিনের কাজে বেনিয়ম ও সরকারি পাট্টা সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানি হল। শুক্রবার পুরুলিয়ার জুবিলি ময়দানে ওই শুনানির আয়োজন করেছিল একটি সংগঠন। জেলার ৮টি ব্লকের বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। পরে সংগঠনটির তরফে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জেলা সম্পাদক কনকলতা মুর্মুর অভিযোগ, “জেলার অনেক রেশন দোকানগুলি হড়ে দু’দিনের বেশি খোলা থাকে না। সাধারণ মানুষ গণবন্টন ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ১০০ দিনের কাজের প্রকল্প নিয়েও অনেক অভিযোগ রয়েছে।” অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “ওঁরা কিছু নির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন। দাবিগুলি গুরুত্ব দিয়েই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
স্বচ্ছতার দাবি |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
স্বচ্ছ ও গতিশীল প্রশাসনের দাবিতে অবস্থান জমায়েত করল তৃণমূল প্রভাবিত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সদস্যেরা। শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান করেন। সংগঠনের জেলা সম্পাদক অর্ধেন্দু ঘোষ বলেন, “স্বচ্ছ ও গতিশীল প্রশাসন চাই। সে জন্যই আমরা এ দিন অবস্থান করেছি।”
|
শৌচাগার চালু |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া আদালত চত্বরে একটি সুলভ শৌচাগার চালু হল। শুক্রবার এই শৌচাগারের উদ্বোধন করেন বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা। তিনি জানান, পুরসভা ৪ লক্ষ টাকা ব্যয় করে শৌচাগারটি তৈরি করেছে। এর ফলে আদালতে আসা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সুবিধে হবে।” |
|