পেট্রোল পাম্পের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার রাহারহাটি এলাকায় এই ঘটনা ঘটেছে। ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে যান। তবে দুষ্কৃতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই পেট্রোল পাম্পের ম্যানেজার হরি দাসের দাবি, প্রায় ২ লাখ ১৭ হাজার টাকা খোওয়া গিয়েছে। তিনি থানায় লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন। তবে তদম্তে নেমে পুলিশ পাম্পের ভিতরে রাখা ক্লোজড সার্কিট টিভির ফুটেজ দেখে হরিবাবুকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পাম্পের মালিককে খবর দেওয়া হয়েছে।
পুলিশ ও পাম্প সূত্রের খবর, রাত পৌনে ন’টা নাগাদ ৮-১০ জনের দুষ্কৃতী দল টাকি রাস্তার পাশে ওই পেট্রোল পাম্পে হানা দেয়। পাম্পের নৈশপ্রহরী অসিত মণ্ডলকে মারধর করে। বাকি কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত টাকা কেড়ে নেয়। ওই কর্মীদের মারধরও করা হয়। ঘটনার সময়ে তেল ভরতে এসেছিলেন এক মোটর বাইক আরোহী। দুষ্কৃতীরা তাঁকেও ধরে ঘরের ভিতরে ঢোকায়। ওই মোটর বাইক আরোহীর কাছ থেকেও টাকা কেড়ে নেয় তারা। ক্যাশ বাক্সের চাবির জন্য ম্যানেজারকে মারধর করে। দুষ্কৃতীরা সকলেই মুখে কাপড় বেঁধে রেখেছিল। সে কারণে তাঁদের চেনা সম্ভব হয়নি।
এরই মধ্যে পাম্পে ডাকাতির খবর পেয়ে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। পুলিশও চলে আসে। দুষ্কৃতীরা পাম্পের পিছনে অন্ধকার মাঠ দিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে পুলিশ পাম্পের ভিতরে থাকা সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করে। তদন্তে জানা যায়, দুষ্কৃতীরা হামলা করার আগে এক ব্যক্তি পরপর তিন বার নগদ টাকা থাকার জায়গাটি পরীক্ষা করে যান। ম্যানেজার হরিবাবু পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁর বন্ধু। ওই ঘটনার ঠিক পরে দুষ্কৃতীরা এক জনকে ধরে নিয়ে ঘরের ভিতরে ঢোকে। ফুটেজে দেখা যায় দুষ্কৃতীরা লোহার রড, দা দিয়ে নগদ রাখার জায়গাটি খোলার চেষ্টা করছে। কিন্তু তা অবশ্য খুলতে পারেনি। এরপরে পুলিশ ম্যানেজারকে দিয়ে নগদ রাখার জায়গাটি খোলায়। সেখানে দেখা যায় দু’লক্ষাধিক টাকা রয়েছে।
পুলিশকে ম্যানেজার হরিবাবু জানান, বাইরে থাকা কর্মীদের কাছ থেকে দুষ্কৃতীরা দু’লক্ষাধিক টাকা লুঠ করেছে। আর তেল বিক্রির টাকা হিসেবে আগে থেকেই ওই টাকা সেখানে ছিল। পুলিশ তদন্তে জেনেছে, দুপুর পর্যন্ত তেল বিক্রির টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছিল। আর পাম্পের ম্যানেজারের হিসেবে দুপুর থেকে রাত পর্যন্ত ওই পাম্পে চার লক্ষ টাকার তেল বিক্রি হয়েছে। নগদ রাখার জায়গা আলাদা হওয়া সত্ত্বেও কীভাবে বাইরের কর্মীদের কাছে দু’লক্ষ টাকা থাকল তার উত্তর দিতে পুলিশকে দিতে পারেননি ওই ম্যানেজার। তাঁর কথায় নানা অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছে পুলিশ। হরিবাবুকে জেরার জন্য আটক করা হয়েছে। |