পেশাদার সার্কিটে লিয়েন্ডার পেজের সঙ্গে বিচ্ছেদ-পরবর্তী মহেশ ভূপতি জুটি বাঁধতে চলেছেন সানিয়া মির্জার সঙ্গে। সানিয়া নিজেই টুইটারে মহেশের সঙ্গে ২০১২ অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলসে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। নতুন মরসুমের বাকি তিনটি গ্র্যান্ড স্লামেও তিনি মহেশের সঙ্গী হবেন কি না তা অবশ্য এখনও ঠিক করেননি। সানিয়ার একমাত্র গ্র্যান্ড স্লাম খেতাবটি মহেশের সঙ্গেই খেলে পাওয়া। অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস থেকেই। ২০১০-এ। মেলবোর্নে আগামী মাসে মহেশের সঙ্গে জুটি বাঁধার কথা জানানোর পাশাপাশি সানিয়া আরও জানাচ্ছেন, ২০১২ অলিম্পিকে মিক্সড ডাবলসে তিনি কার সঙ্গী হবেনমহেশ, লিয়েন্ডার নাকি রোহন বোপান্নার, সেটা নিয়ে এখনই ভাবছেন না। লন্ডন অলিম্পিকের আগে তিনটে গ্র্যান্ড স্লাম হয়ে যাবে। পরিস্থিতি বুঝে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন তখনই।
এ দিকে, লিয়েন্ডার ২০১২-এ এটিপি ট্যুরের প্রথম টুর্নামেন্ট চেন্নাই ওপেনে ডাবলস খেলছেন সার্বিয়ার ইয়াঙ্কো টিপসারেভিচকে নিয়ে। ২৭ বছর বয়সি তরুণ সিঙ্গলসে বিশ্বের প্রথম দশে (৯) থাকার পাশাপাশি ডাবলসে বিশ্ব র্যাঙ্কিং ৮১। চেন্নাইয়ে তিনিই সেরা তারকা। তার পরে লিয়েন্ডার সব ঠিকঠাক চললে অন্তত ফরাসি ওপেন পর্যন্ত খেলবেন রাদেক স্টেপানেকের সঙ্গে। লিয়েন্ডারের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, তাঁর পরিকল্পনা আছে আগামী বছরে কুইন্স ক্লাব, উইম্বলডন, অলিম্পিক এবং ডেভিস কাপে মহেশকে নিয়ে খেলার। ২০১২ অলিম্পিকে টেনিস উইম্বলডনে ঘাসের কোর্টে হবে। সেই কারণে তার প্রস্তুতি হিসাবে ঘাসের কোর্টে কুইন্স ক্লাব ও উইম্বলডন খেলার সম্ভাবনা লি-হেশের। এ ব্যাপারে সম্প্রতি দু’জনের কথাও হয়েছে বলে টেনিসমহলের খবর। সোজা কথা, লন্ডন অলিম্পিকে লি-হেশ জুটিকে দেখার সম্ভাবনা বাড়ছে। |