টুকরো খবর
রঞ্জি খেলতে চার দিন আগেই শহরে তামিলনাড়ু
যতই তিনি টিমটার পুরনো ‘গুরু’ হন না কেন, যতই তাঁর হাত ধরে রঞ্জি ফাইনাল খেলে থাকুক তামিলনাড়ু, বাংলার কোচ ডব্লিউ ভি রামনকে গুরুত্ব জিতে রাজি নন লক্ষ্মীপতি বালাজিরা। ‘রামন এফেক্ট’-কে উড়িয়ে তামিলনাড়ু অধিনায়ক বালাজি জানাচ্ছেন, বাংলা নিয়ে তাঁরা ভাবতে রাজি কিন্তু রামন নিয়ে নন। আগামী ৬ নভেম্বর ইডেনে শুরু হচ্ছে বাংলা-তামিলনাড়ু মহাগুরুত্বপূর্ণ রঞ্জি ম্যাচ। চার দিন আগেই শহরে ঢুকে পড়েছে তামিলনাড়ু দল। চেন্নাইয়ে প্রবল বৃষ্টি চলছে। সে কারণে বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন সিএবি কর্তাদের কাছে অনুরোধ করেন, টিমকে দিন কয়েক আগেই পাঠিয়ে দেওয়া যায় কি না। কারণ, বালাজি-মুরলী বিজয়দের প্র্যাক্টিস দরকার। গত বছরই বৃষ্টির চোটে স্থানীয় লিগ শেষ না করতে পারায় শ্রীনিবাসনের দ্বারস্থ হয়েছিল সিএবি। গোটা কয়েক ম্যাচ নিয়ে যাওয়া হয় চেন্নাইতে। তাই এ বার সিএবি আপত্তি করার কোনও কারণ খুঁজে পায়নি। এ দিন প্র্যাক্টিসও চালু করে দিল তামিলনাড়ু। অভিনব মুকুন্দ থেকে শুরু করে মুরলী বিজয়, দীনেশ কার্তিক, বালাজিকে নেই টিমে? শুধু এই মুহূর্তে জাতীয় দলে থাকায় রবিচন্দ্রন অশ্বিন খেলতে পারছেন না ইডেনে। আর বদ্রীনাথ আসছেন রবিবার। এ মরসুমে কোনও রঞ্জি ম্যাচ খেলেননি বদ্রীনাথ। কিন্তু বাংলার বিরুদ্ধেই তিনি হয়তো নামছেন। বালাজি বললেন, “বাংলা যতই নিজেদের মাঠে খেলুক, আমরা মোটেই হেলাফেলা করার মতো টিম নই। রামন ওদের কোচ বলে আমাদের বিপদ হবে, এমন ভাবার কোনও কারণ নেই। আমরা ওঁকে নিয়ে ভাবছিই না।”

বারাসতের বিকল্প খুঁজতে হবে ক্লাবকেই
বারাসত স্টেডিয়ামে খেলতে না চাইলে, কোথায় আই লিগ খেলতে চায় কলকাতার ক্লাবগুলো তা তাদেরই ঠিক করতে হবে। জানিয়ে দিল ফেডারেশন। যুবভারতীতে ফ্লাডলাইটের সংস্কারের জন্য রাতে ম্যাচ হবে না জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আবার স্পনসরদের কথা ভেবে রাতে ম্যাচ করতে বদ্ধপরিকর ফেডারেশন। এই অবস্থায় ক্লাবগুলো বারাসতে খেলতে চাইছে না জানার পর আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “বারাসতে যদি ওরা খেলতে না চায়, তা হলে কোন মাঠে খেলবে সেটা ওদেরই জানাতে হবে। আমরা দু’এক দিনের মধ্যেই চিঠি পাঠাচ্ছি ক্লাবগুলোকে। তবে ম্যাচ রাতে করতে হবে। স্পনসররা সেটাই চাইছে।” সরকারি ভাবে কোনও চিঠি না পেলেও যুবভারতী ছেড়ে অন্য কোনও মাঠে যেতে রাজি নয় মোহনবাগান। ক্লাব সচিব অঞ্জন মিত্র বললেন, “গোয়াতে যদি দুপুরে ম্যাচ হয়, তা হলে যুবভারতীতে হবে না কেন? আমরা যুবভারতী ছাড়া অন্য কোথাও খেলব না।” ইস্টবেঙ্গল অবশ্য এ ব্যাপারে অতটা রণং দেহি নয়। বরং তারা আলোচনার পক্ষপাতী। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “আমরা ঝামেলায় যাব না। বারাসতে খেলা হলে সমস্যা হবে ঠিকই। তবে স্পনসরদের সঙ্গে আলোচনা করে রাস্তা বের করতে হবে।” ফেডারেশন বনাম ক্লাব যুদ্ধে আবার ঢুকতে রাজি নয় আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন “এটা ফেডারেশন আর ক্লাবের ব্যাপার।”

চতুর্দেশীয় হকিতে নেতৃত্বে সিমডেগা-কন্যা
ক্রিকেটের গ্ল্যামার এখনকার হকিতে নেই। ঝাড়খণ্ডের বাসিন্দা ভারতের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে দেশ জুড়ে যে উন্মাদনা, তার এক দশমাংশও দেখা যায় না অন্য খেলায় পারদর্শীদের ঘিরে। তাই এই রাজ্যেরই সিমডেগার অধিবাসী অংসুতা লাকড়া জাতীয় মহিলা দলে দশ বছরেরও বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করেও অনেকটাই প্রচারের আড়ালে। রাজ্যের ক্রীড়া দফতর সূত্রের খবর, সেন্টার হাফের খেলোয়াড় অসুংতা এরই মধ্যে প্রায় ৮০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এ বার আসন্ন চতুর্দেশীয় সিনিয়র মহিলা হকি প্রতিযোগিতায় জাতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন এই ঝাড়খণ্ড কন্যা। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চারটি দেশ— ভারত, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড। আগামী ৭ থেকে ১৮ ডিসেম্বর এই প্রতিযোগিতার আসর বসছে আজেন্টিনায়। সিমডেগার মেয়ে এই প্রতিযোগিতায় তাঁর হকি স্টিকে কী জাদু দেখান এখন তারই অপেক্ষায় ঝাড়খণ্ড তথা সমগ্র ভারতবাসী। দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ হাসিমুখেই নিয়েছেন অংসুতা।

রোনাল্ডো, রবেন, মুলাররা এক গ্রুপে
ইউরো ২০১২-তে কড়া চ্যালেঞ্জের সামনে পড়ল গত বিশ্বকাপের রানার্স রবেনদের নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে তাদের খেলতে হবে মুলারদের জার্মানি, রোনাল্ডোদের পর্তুগাল এবং ডেনমার্ক। আবার পর পর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন দুই দেশ স্পেন এবং ইতালি স্থান পেল গ্রুপ ‘সি’তে। ওই গ্রুপের বাকি দুটি দেশ ক্রোয়েশিয়া ও আয়ার্ল্যান্ড। কঠিন গ্রুপে স্থান পেল ইংল্যান্ডও। ফ্রান্স, সুইডেন এবং অন্যতম আয়োজক দেশ ইউক্রেনের সঙ্গে তারা রয়েছে গ্রুপ ‘ডি’তে। অন্য আয়োজক পোল্যান্ডের গ্রুপ ‘এ’-এই তুলনামূলক সহজ। তাদের গ্রুপে রয়েছে গ্রীস, রাশিয়া এবং চেক প্রজাতন্ত্র। সামনের বছর জুনের ইউরো কাপের গ্রুপের দল গুলি নির্ধারিত হল লটারির মাধ্যমে। কিয়েভের প্যালেস অব আর্টসে জিনেদিন জিদান, পিটার স্কিমিশেল, পল ব্রাইটনারদের মতো তারকাদের উপস্থিতিতে।

ফাইনালে দুই ভারতীয়
আইটিএফ ফিউচার্স টুর্নামেন্টে ছয়-সাতটি বিভিন্ন দেশের প্লেয়াররা লড়লেও শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি দুই ভারতীয়। সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে একপেশে সেমিফাইনালে তামিলনাড়ুর অবাছাই জীবন নেদুচেঝিয়ান চতুর্থ বাছাই করুণুদয় সিংহকে ৬-৪, ৬-১ হারিয়ে নিজের রাজ্যেরই শ্রীরাম বালাজির বিরুদ্ধে খেলবেন শনিবার। অবাছাই বালাজি আরও সহজে ৬-২, ৬-১ হারান তৃতীয় বাছাই এন প্রশান্তকে। এ দিন বিনায়ক শর্মাকে নিয়ে বালাজি ডাবলস চ্যাম্পিয়ন হওয়ায় তাঁর সামনে এখন দ্বিমুকুটের সুযোগ।

গোয়ার দল থেকে বাদ পড়লেন গাও
অ্যালান গাওকে বাদ দিয়েই আজ শনিবার মারগাও যাচ্ছে ইস্টবেঙ্গল। সোমবার সেখানে ট্রেভর মর্গ্যানের টিমের প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং ক্লুব দ্য গোয়া। এ বারের আই লিগে যাঁরা যথেষ্ট ভাল খেলছে। গাও শুক্রবার সকালে মাঠে এসেছিলেন। কিন্তু অনুশীলনে নামেননি। তাঁর চোটের এম আর আই হবে। কবে স্কটিশ ফুটবলার মাঠে ফিরবেন কেউ জানেন না। গাও না গেলেও বাকি তিন বিদেশি টোলগে, ওপারা, পেন যাচ্ছেন দলের সঙ্গে। আই লিগে প্রথমবার দলে ঢুকলেন মেহতাব হোসেন। তবে কোচ যা ইঙ্গিত দিলেন, তাতে মেহতাব নামবেন বদলি হিসাবে। লাল-হলুদ কোচ এ দিন অনুশীলনের পর সাংবাদিকদের বলেছেন, “লিগে ভাল জায়গায় যেতে ডেম্পোকে হারাতেই হবে। ডেম্পো ম্যাচের আগে তাই স্পোর্টিং ক্লুবের ম্যাচ থেকে তিন পয়েন্ট দরকার।”

নজর রাখবে রেঞ্জার্স
গ্লাসগো রেঞ্জার্স সরাসরি কিছু জানায়নি। আপাতত দেশে ফিরে এলেও সুনীল ছেত্রী এবং জেজের উপর নজর রাখবে রেঞ্জার্স। সাফ কাপে বা আই লিগে নজর থাকবে ম্যানেজার ম্যাককোয়েস্টের। রেঞ্জার্সের ওয়েবসাইট সূত্রের খবর, ম্যাককোয়েস্টের বলেছেন, “ট্রেনিংয়ে সুনীল-জেজের খেলায় বেশ কিছু টাচ দেখতে পেয়েছি। সম্পূর্ণ আলাদা পরিবেশেও ভালই মানিয়ে নিয়েছিল ওরা। দেশে ফিরে ওরা নিজেদের ক্লাবের হয়ে খেলুক। আমরা ওদের খেলার উপর নজর রাখব।”

আজ দুই রেলের লড়াই
মেয়রস কাপ ওয়াটারপোলোর দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বিবেকানন্দ সুইমিং অ্যাসোসিয়েশন। সাউথ ইস্টার্ন রেলের পরে শুক্রবার ইস্টার্ন রেলের কাছে। ফল ১১-৯। সেন্ট্রাল সুইমিং ক্লাবে রেলের দেবাশিস প্রসাদ, শঙ্কর নস্কর ও আলিফ ঢালি তিনটি করে গোল করলেন। বিবেকানন্দের কৌশিক দে একাই করলেন চারটি গোল। শনিবার চ্যাম্পিয়ন নির্ধারিত হবে সুপার লিগে দুই রেলের ম্যাচে।

সায়ন্তনের সামনে সাইনি
রোহন সেনকে হারিয়ে দ্য টেলিগ্রাফ স্কুল দাবায় গত দু’বারের চ্যাম্পিয়ন সায়ন্তন দাস এ বার ত্রিপুরার অনূর্ধ্ব তেরো চ্যাম্পিয়ন সাইনি দাসের মুখোমুখি। অন্য দের মধ্যে চতুর্থ রাউন্ডে জিতল চন্দ্রাশিস মজুমদার, অভ্রপ্রতিম মান্না, সায়ন বসু।

শহরে দাবার বড় আসর
আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে ফিডে রেটেড দাবা। প্রতিযোগিতার আয়োজন করছে হাওড়া জেলা দাবা অ্যাসোসিয়েশন।

নাসিমরা ছাঁটাই মহমেডানে
খারাপ পারফরম্যান্সের কারণে মরসুমের মাঝেই চার অভিজ্ঞ ফুটবলারকে ছাঁটাই করল মহমেডান স্পোর্টিং। সূরয মণ্ডল, সুরজিৎ বসু, নাসিম আখতার এবং হ্যান উক। খারাপ পারফরম্যান্সের জন্য হ্যান উককে মহমেডান বাতিল করলেও তাঁর কাছে এসে গেল ডেম্পোর অফার। এর পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের জন্য শো-কজ করা হয়েছে সুমন দে-কে। আর শেখ আজিমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এরিয়ানের কোচ প্রশান্ত
দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলার আগে এরিয়ানের কোচ হচ্ছেন প্রশান্ত চক্রবর্তী। শুক্রবার তাঁর সঙ্গে ছ’মাসের জন্য চুক্তি করল এরিয়ান। টিডি হিসাবে রঘু নন্দী অবশ্য থাকছেন।

ভাইচুংদের কোচ রাইডার
ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডের নতুন কোচ হলেন ফিলিপ ডি’রাইডার। ছাঁটাই করা হল স্ট্যানলি রোজারিওকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.