অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু |
এক দম্পতির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের মেল্লক গ্রামে। মৃতদের নাম শক্তিপদ বেরা (৮০) এবং বিমলা বেরা (৭২)। তাঁরা একটি ঘরে ঘুমোচ্ছিলেন। পাশের ঘরে ছিলেন পুত্রবধূ এবং নাতি। পুলিশ জানায়, ওই পুত্রবধূই শনিবার খুব সকালে উঠে ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে খাটের উপরে শক্তিপদবাবু এবং বিমলাদেবীর দেহ অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। খাটটিও জ্বলছে। পুলিশের অনুমান, আগুনে পুড়েই ওই দম্পতির মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ।
|
‘প্রতিরোধ দিবস’ পালন সিঙ্গুরে |
সিপিআই (এমএল) শুক্রবার সিঙ্গুরের কৃষক আন্দোলনের ‘প্রতিরোধ দিবস’ পালন করল। এই উপলক্ষে এ দিন কামারকুণ্ডু গেট থেকে সিঙ্গুর বাজার পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। কয়েকশো মানুষ তাতে সামিল হন। সিঙ্গুর বাজারে প্রতিবাদ-সভা হয়। বক্তব্য পেশ করেন ওই দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ এবং দলের কৃষক সংগঠনের রাজ্য সভাপতি সজল পাল এবং সজল অধিকারী। তাঁদের দাবি, সিঙ্গুর আন্দোলনে যুক্ত কৃষক ও বর্গাদারদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান সরকার কৃষকদের আশ্বাস দিলেও পালন করছে না বলে তাঁদের অভিযোগ।
|
গোঘাটের গোবিন্দপুর হাইস্কুলের পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। আরামবাগের জয়রামবাটি কৃষি উন্নয়ন সমিতিতেও একই ফল। |