|
|
|
|
ট্রাকের চাকা পিষে দিল স্কুলছাত্রীকে |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। গুরুতর ভাবে জখম হয়েছে আরও একজন স্কুলছাত্রী। আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে গয়া জেলার পারসাওয়া এলাকায়। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্রীটির মৃতদেহ সড়কের উপরে রেখেই বিক্ষোভ দেখানো হয়। সড়ক অবরদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছিল অঞ্জু কুমারী নামে ওই বালিকা। রাস্তার ধার দিয়েই তারা হাঁটছিল। হঠাৎই মালবাহী একটি ট্রাক সামনের একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সড়কের ধারে চলে আসে। সামনেই ছিল অঞ্জু ও তার স্কুলের কয়েকজন বন্ধু। বেপরোয়া ট্রাকচালক তাদের গায়ের উপর দিয়েই গাড়িটি চালিয়ে দেয়। অন্যরা লাফ দিয়ে পথের পাশে সরে গেলেও অঞ্জু ও তার এক বন্ধু তা পারেনি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় অঞ্জু। তার বন্ধুটিও গুরুতর ভাবে জখম হয়। আহত বালিকাটিকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে। দোষী ট্রাকচালকের শাস্তি ও মৃত বালিকার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার মানুষ। পারসাওয়া ও কঞ্চের মধ্যে গাড়ি চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়ের জন্য। মৃত ছাত্রীর রক্তাক্ত দেহটি প্রথমে জনতা পুলিশের হাতে দিতে চায়নি। পরে পুলিশের পদস্থ কর্তারা জনতাকে বুঝিয়েসুজিয়ে বিক্ষোভ প্রত্যাহারের ব্যবস্থা করেন। |
|
|
|
|
|