টুকরো খবর
ডিব্রুগড়ে তেলের ডিপোয় আগুন
ডিব্রুগড়ের দুলিয়াজানে তেলের ডিপোয়
দাউদাউ করে জ্বলছে আগুন। ছবি: পিটিআই
আগুন লাগল অয়েল ইন্ডিয়া লিমিটেডের দু’টি অপরিশোধিত তেলের ট্যাঙ্কে। পুলিশ জানায়, আজ বেলা ১টা নাগাদ ডিব্রুগড়ের দুলিয়াজানে টিপলিং তেল সংগ্রহ কেন্দ্রে তেল ভরার সময় ট্যাঙ্ক দু’টিতে আগুন লেগে যায়। দু’টি ট্যাঙ্কের সঙ্গে পুড়ে যায় সংলগ্ন পাম্পটিও। আগুনের শিখা প্রায় ১০০ মিটার উপরে ওঠে। দমকলের ১৫টি ইঞ্জিন দিনভর চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। যদিও আলফা এ দিন সরাসরি দাবি করেছে তারাই নাশকতা ঘটিয়েছে। পরেশপন্থী আলফার মুখপাত্র অরুণোদয় দহোটিয়া বিবৃতি পাঠিয়ে দাবি করেন, তাঁদের সশস্ত্র প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবেই আলফা সদস্যরা অয়েল-এর তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়েছে। তবে পুলিশ সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, দুর্ঘটনাজনিত কারণেই আগুন লেগেছে। অয়েল কর্তৃপক্ষও আলফার দাবি উড়িয়ে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। পৃথকভাবে তদন্তে নেমেছে পুলিশও। অয়েল কর্তৃপক্ষের হিসেবে, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

পাঁচ মাস পর অপহৃত গ্রামবাসীরা ঘরে ফিরলেন
প্রায় পাঁচ মাস পরে জঙ্গি ডেরা থেকে ফিরে এলেন ত্রিপুরার আট গ্রামবাসী। উত্তরের ধলাই জেলার ছামনুর দেবেন্দ্র কারবারিপাড়া থেকে নিষিদ্ধ সংগঠন এনএলএফটি (বিশ্বমোহন) গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরা আট গ্রামবাসীকে অপহরণ করেছিল। বুধবার রাতে ওই আট জনঅরুণ চাকমা, গঞ্জ চাকমা, শুদ্ধজয় চাকমা, রতনজয় চাকমা, বৈশাখ চাকমা, সুমন্ত চাকমা, কবীন্দ্র ত্রিপুরা ও ফলেঞ্জয় ত্রিপুরা, জঙ্গি ডেরা থেকে মুক্তি পেয়ে গ্রামে ফিরে আসেন। ১৮ জুলাই রাত্রে সশস্ত্র জঙ্গিরা তাঁদের অপরহণ করে সীমান্তের ও-পারে নিয়ে গিয়েছিল। এ ছাড়া, ধলাইয়ের রাইস্যাবাড়ির সারদা রোয়াজাপাড়া থেকে এনএলএফটি জঙ্গিরা অক্টোবরের প্রথম সপ্তাহে অপহরণ করে চিরঞ্জয় ত্রিপুরাকে। প্রায় দু’মাস তিনি সীমান্তের ও-পারের জঙ্গি ডেরায় ছিলেন। তিনিও একই সঙ্গে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসেছেন। জঙ্গিদের ডেরায় থাকাকালীন শারীরিক ভাবে কাউকেই নিগ্রহ করা হয়নি বলে তাঁরা পুলিশকে জানান। প্রত্যেকেই সুস্থ আছেন। পুলিশের অনুমান, মুক্তিপণের বিনিময়েই অপহৃত গ্রামবাসীরা মুক্তি পেয়েছেন।

লাইনচ্যুত কোলফিল্ড এক্সপ্রেস
শুক্রবার সকালে ধানবাদ স্টেশন ছেড়েই লাইনচ্যুত হয়
হাওড়ামুখী কোল্ডফিল্ড এক্সপ্রেস। চন্দন পালের তোলা ছবি।
আগুনের পরে এবার লাইনচ্যুত এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে পূর্ব-মধ্য রেলের ধানবাদ স্টেশনের কাছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের কাছে মেন লাইনের একটি পয়েন্টে কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনের দুটি কামরা আচমকা লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে এ দিন কিছুক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্তও হয়েছে। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “শুক্রবার সকালে ট্রেনটি যখন ‘পিট’ (যেখানে ট্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়) থেকে বের করা হচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় ট্রেনে কোনও যাত্রীও ছিলেন না।” কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক ভাবে অনুমান, পয়েন্টে ত্রুটি থাকায় কামরার চাকা লাইন থেকে মাটিতে পড়ে যায়।

বিধানসভার সামনে ধর্না বিধায়কের
বিধানসভার দোরগড়ায় ধর্নায় বসে বিক্ষোভ দেখালেন আরজেডি বিধায়ক দীনেশ যাদব। আজই ছিল বিহার বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন। বিধানসভার অধিবেশন শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই ধর্নায় বসে পড়েন জগদীশপুর আসন থেকে নির্বাচিত দীনেশ। দীনেশের অভিযোগ, গত সোমবার ভোজপুর পুলিশ কোনও সঙ্গত কারণ ছাড়াই ‘অন্যায় ভাবে’ গ্রেফতার করে। কোনও পরোয়ানাও তারা দেখায়নি। তার প্রতিবাদেই তাঁর এই ‘প্রতিবাদী ধর্না’। প্রায় আধ ঘণ্টা ‘ধর্না’য় বসে উঠে যান তিনি। এ দিন অবশ্য বিধানসভার কাজকর্ম কিছু হয়নি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদ ও প্রাক্তন মন্ত্রী উদয় নারায়ণ চৌধুরীর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের পর এ দিন অধিবেশন মুলতুবি হয়ে যায়। শোন নদ থেকে চাষিদের জন্য জলসেচের দাবিতে গত সোমবার ভোজপুর জেলা কালেক্টরেটের সামনে দলবল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন আরজেডি বিধায়ক দীনেশ। ভোজপুর পুলিশের দাবি, বিক্ষোভকারীরা মারমুখী হয়ে উঠেছিলেন। শান্তিরক্ষার কারণেই আটক করা হয়েছিল ওই বিধায়ককে।

ভাঁওয়ারি-কাণ্ডে মন্ত্রী মাদেরনা সিবিআই জালে
নার্স ভাঁওয়ারি দেবী অন্তর্ধান কাণ্ডে প্রধান অভিযুক্ত রাজস্থানের প্রাক্তন জলসম্পদ মন্ত্রী মহিপাল মাদেরনাকে গ্রেফতার করল সিবিআই। শুক্রবার সকাল থেকে জোধপুরে কয়েক দফা জেরার পর সন্ধ্যায় মাদেরনা এবং এই মামলার আর এক অভিযুক্ত পরশরাম বিষ্ণোইকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। গত ১ সেপ্টেম্বর জোধপুরের কাছে বিলাদা থেকে ভাঁওয়ারি দেবী নিখোঁজ হওয়ার পরে তাঁর স্বামী অমর চন্দ অভিযোগ করেছিলেন, স্ত্রীকে অপহরণ করিয়েছেন মাদেরনাই। এর পর প্রবল রাজনৈতিক চাপে অক্টোবর মাসেই মাদেরনাকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে কার্যত বাধ্য হয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। শুক্রবারের ঘটনা স্বভাবতই গহলৌত সরকারের সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিল। জোধপুরের আদালতে এ দিন পুলিশ হেফাজতে থাকা এই মামলার তিন অভিযুক্ত শাহবুদ্দিন, বালিয়া এবং সোহনলালের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই।

সাধারণ ধর্মঘটের ডাক ২৮ ফেব্রুয়ারি
কংগ্রেসের শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়েই বাম এবং বিজেপি-র শ্রমিক সংগঠনগুলি দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিল ২৮ ফেব্রুয়ারি। মনমোহন সরকারের আর্থিক নীতিকে চ্যালেঞ্জ করে আগামী বছর বাজেট পেশের আগের দিনই ধমর্ঘটের ডাক দিল তারা। সব ঠিকঠাক চললে, আগামী ২৯ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.