উৎসবে সবাই স্বাগত, ঘোষণা গৌতমের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ উৎসবে যে কাউকেই ব্রাত্য করে রাখা হবে না, এদিন সে কথাই বুঝিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে উত্তরবঙ্গ উৎসবের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে সমাপ্তি অনুষ্ঠানের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কী মাপের করা হবে তা নিয়ে একটি ১০ মিনিটের ‘ভিডিও প্রেজেন্টেশন’ করা হয়। সেখানে দু’বার করে রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্যকে দেখানো হয়। ২০০৭ সালে এনজেপি অগ্রণী সঙ্ঘের উদ্যোগে ওই ম্যারাথন প্রতিযোগিতা হয়। তার পর থেকে সেটি বন্ধ হয়ে ছিল।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ উৎসবে সবাইকে সামিল করতে চাইছি আমরা। না হলে কিছু অংশ বাদ দিয়েই আমরা ভিডিএ প্রেজেন্টেশন করতে পারতাম। সেটা হয়নি। ছয় দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ উৎসব পালন করা হবে। এবারে বিশেষ নজর দেওয়া হয়েছে শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলা। সবাইকে আমরা আমন্ত্রণ জানাব। পর্যটন বিকাশের ক্ষেত্রে এই উৎসব সহায়ক হবে। উৎসবের ধারাবাহিকতা রাখা হবে।” এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব যাতে বিস্তার লাভ করে সেদিকে লক্ষ্য রেখে সবরকম সহযোগিতা করব আমরা।” মন্ত্রী জানান, আগামী ৩১ জানুয়ারি উত্তরবঙ্গ উৎসবের সূচনা হবে। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠান শেষ হবে। ছট দিন ধরে শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মালদহে নানা অনুষ্ঠান হবে। কলকাতা থেকে ‘সেলিব্রিটি’দের নিয়ে আসার ব্যপারেও আলোচনা শুরু হয়েছে। শিলিগুড়িতে হিমাচল সংঘের ভলিবল টূর্নামেন্ট, সুব্রত সংঘের ক্রিকেট টূর্নামেন্ট এবং অগ্রণী সঙ্ঘ ম্যরাথন দৌড় প্রতিযোগিতাকে সামিল করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি হাসমিচক থেকে দৌড় শুরু হয়ে দার্জিলিং মোড়, হিমুল, মধুবন পার্ক, সুকনা, দার্জিলিং মোড়, চম্পাসারি মোড়, ডনবসকো স্কুল হয়ে অগ্রণী সঙ্ঘের সামনে গিয়ে শেষ হবে। প্রায় ৪২ কিলোমিটারের প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা সহ ১০ জনকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও সাধারণের জন্য ৬ কিলোমিটারের একটি দৌড় প্রতিযোগিতা থাকবে। প্রথম ৫ জনকে পুরস্কার দেওয়া হবে। দৌড় ঘিরে ‘স্লোগান’ প্রতিযোগিতা থাকছে।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পর্যটন, খেলা, যুব কল্যাণ সহ পাঁচটি দফতরের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গ উৎসব হবে শিলিগুড়িতে। খুব শীঘ্রই উত্তরবঙ্গ উৎসবের নামে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। এদিনের বৈঠকে ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, কৃষ্ণ পাল সহ পুরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। |