মহকুমার বিভিন্ন চক্রের প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি শেষ হল। বনগাঁ-২ নম্বর চক্রের প্রতিযোগিতা হয় স্থানীয় ঘাটবাওর অঞ্চল আদর্শ উচ্চ বিদ্যালয়ে। উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক প্রলয় দত্ত। ৭১টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫টি এসএসকে (শিশু শিক্ষাকেন্দ্র) থেকে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। বালিক ‘গ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয় সোহানা মণ্ডল। বালক ‘গ’ বিভাগে মিহির সরকার ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছে। বালক ‘খ’ বিভাগে হাইজাম্পে প্রথম হয় সৌরভ ঘোষ। বালিকা ‘খ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয় তাজমিরা শেখ। বালক ‘ক’ বিভাগে ইমরান মণ্ডল ৭৫ মিটার দৌড়ে প্রথম স্থান পায়। |
গোপালনগর চক্রের প্রতিযোগিতা হয় সাতবেড়িয়া হাইস্কুলের মাঠে। ৪৮টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি এসএসকে থেকে পড়ুয়ারা যোগ দিয়েছিল। বালিকা ‘খ’ বিভাগে ২০০ মিটার দৌড় ও লঙজাম্পে প্রথম হয় আরানজাঙা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মোমেনা খাতুন। বালিকা ‘গ’ বিভাগে বালিয়ডাঙা অবৈতনিক প্রাথমিক বিদ্যলয়ের মৌসুমী মিত্র হাইজাম্পে প্রথম হয়। বালিকা ‘খ’ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রথম হয় গোপালনগর দক্ষিণ কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের মৌসুমী মুণ্ডা। বালক ‘খ’ বিভাগে সঙজাম্পে গণেশপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের রসিক মণ্ডল প্রথম হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। |
বনগাঁ-১ চক্রের প্রতিযোগিতা হয় বনগাঁ স্টেডিয়ামে। ৬৭টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি এসেসকে থেকে পড়ুয়ারা যোগ দেয়। উদ্বোদন করেন অবর বিদ্যালয় পরিদর্শক দীপক মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি মীনা ঘোষ। গাইঘাটা পূর্বচক্রের প্রতিযোগিতা হয় চাঁদপাড়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাঠে। উদ্বোধন করেন মীনাদেবী। চক্রের সফল প্রতিযোগীরা আগামী ৪ ডিসেম্বর ট্যাংরা কলোনি হাইস্কুল মাঠে মহকুমা প্রতিযোগিতায় যোগ দেবে।
|
বাংলা দলকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
অনূর্ধ্ব ১৬ বাংলা ক্রিকেট দলের অধিনায়ক-সহ সকল সদস্যকে সংবর্ধনা দিল বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমি। মঙ্গলবার সকালে বনগাঁ স্টেডিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক গোপাল সেঠ, বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সদস্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলার জন্য দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিমন্যু ঈশ্বরন। দলে রয়েছেন ধোনুর গৌতম। দু’জনেই বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমির ছাত্র। কোচ অপু সেনগুপ্ত দলের সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী। |