|
|
|
|
টাকা দিল কেন্দ্র |
মমতার হস্তক্ষেপে সড়ক সারাই শুরু জানুয়ারিতেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাস্তার অবস্থা খুব খারাপ। এক মাস আগে বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে ডালখোলা পর্যন্ত বিভিন্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের সেই খারাপ, ভাঙাচোরা অংশের মেরামতি শুরু হচ্ছে জানুয়ারিতে।
ওই সড়ক মেরামতি খাতে ৫০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র। সেই টাকাতেই কাজ শুরু করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই রাস্তা দ্রুত সারানোর ব্যাপারে রাজ্যের পূর্তমন্ত্রী সুব্রত বক্সী মঙ্গলবার মহাকরণে পূর্ত ও সড়ক দফতরের ইঞ্জিনিয়ার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষও ছিলেন।
মাসখানেক আগে মুখ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে বারাসত যান। কিন্তু বৈঠক সেরে মহাকরণে ফিরতে খুব দেরি হয়ে যায় তাঁর। মুখ্যমন্ত্রী সে-দিন নিজেই জানিয়েছিলেন, রাস্তার অবস্থা খুব খারাপ। সেই কারণেই তাঁর ফিরতে দেরি হয়েছে। মুখ্যমন্ত্রী ওই সড়কে দ্রুত মেরামতির কাজ শুরু করার নির্দেশ দেন। এ দিন বৈঠকের পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের চিফ জেনারেল ম্যানেজার অজয় অহলুওয়ালিয়া জানান, কলকাতা বিমানবন্দর এলাকা থেকে বারাসত পেরিয়ে নদিয়ার জাগুলিয়া, বসিরহাট যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। উত্তরবঙ্গের সঙ্গে সংযোগকারী ওই রাস্তার এলাকার বিভিন্ন অংশের মেরামতি জরুরি হয়ে পড়েছে।
এ দিনের বৈঠকে স্থির হয়েছে, ১৫ আগামী জানুয়ারির মধ্যেই ৩৪ নম্বর জাতীয় সড়কে মেরামতি শুরু করা হবে। আর খানাখন্দ বুজিয়ে পুরো রাস্তাটিকে যান চলাচলের উপযোগী করে তোলা হবে মে মাসের মধ্যেই। তার আগে ওই সড়কের অবস্থা ঠিক কেমন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্যের পূর্ত দফতরের প্রতিনিধিরা যৌথ ভাবে তা পরিদর্শন করবেন।
রাজ্যের পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন এ দিন বলেন, “বুধবার সকাল থেকেই ওই যৌথ প্রতিনিধিদল রাস্তা পরিদর্শনের কাজ শুরু করবে। সবিস্তার রিপোর্ট তুলে দেওয়া হবে মুখ্যসচিবের হাতে।” পূর্তসচিব জানান, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ৪৫০ কিলোমিটার দীর্ঘ ওই জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছে। গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা ঘটছে প্রায় রোজই। ডানকুনি থেকে খড়গপুর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কে ছ’টি লেনের ব্যবস্থা করার ব্যাপারেও আলোচনা হয়েছে এ দিনের বৈঠকে। এক মাসের মধ্যেই ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
কোলাঘাটে রূপনারায়ণে সেতুর অবস্থাও খারাপ। সেটি দ্রুত সারানোর কাজ শুরু হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ দিনের বৈঠকে জানান। পাশেই একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে। সেটির কাজ শেষ করতে প্রায় দু’বছর লাগবে। |
|
|
|
|
|