বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংসদীয় রাজনীতি সর্ম্পকে সচেতন ও অবহিত করতে জেলার ব্লকস্তরে পড়ুয়াদের নিয়ে যুব সংসদ পরিচালনা প্রতিযোগিতা শুরু হতে চলেছে। কী ভাবে পড়ুয়াদের যুব সংসদে উন্নয়ন, সমস্যা সংক্রান্ত বা সাম্প্রতিক বিষয় নিয়ে সওয়াল করতে হবে- সে বিষয়ে প্রশিক্ষণ দিতে শুক্রবার পুরুলিয়া ২ ব্লকের বিবেকানন্দনগরে জেলা শিক্ষা শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে একটি কর্মশালা হয়। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেষ মুদি বলেন, “এ দিনের কর্মশালায় জেলার ১১২টি বিদ্যালয়ের শিক্ষক যোগ দিয়েছিলেন। তাঁরা মাস্টার ট্রেনার হিসেবে স্কুলের পড়ুয়াদের প্রশিক্ষণ দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযুক্ত করে তুলবেন। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায় বলেন, “পড়ুয়াদের সংসদীয় রাজনীতি সর্ম্পকে অবহিত করতেই এই প্রতিযোগিতা। ব্লক, মহকুমা ও জেলাস্তরে প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা জেলার সেরা বিদ্যালয়ের প্রতিনিধি রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।” গতবার পুরুলিয়ার জেলার সেরা ঝালদা গালর্স হাইস্কুল রাজ্যস্তরে এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছিল।
|
কলেজ শিক্ষককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ হয়েছে। মানবাজার কলেজের শিক্ষক প্রদীপ মণ্ডল সোমবার মানবাজার থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, রবিবার সন্ধ্যায় কয়েকবার অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ কণ্ঠ আমার কাছে ২ লক্ষ টাকা দাবি করে। তা নাহলে বিপদ হবে বলে হুমকি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। |