বধূ নির্যাতনের অভিযোগে রাজ্য সশস্ত্র পুলিশের এক কনস্টেবল ও তাঁর মা’কে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ইঁদপুর থানা এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃত কনস্টেবলের নাম রিন্টু পাত্র। ইঁদপুর থানার আড়ালডিহি গ্রামে তাঁর বাড়ি। তিনি রাজ্য সশস্ত্র পুলিশের ১৩ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। সোমবার সন্ধ্যায় পুলিশ রিন্টু ও তাঁর মা তারারানি পাত্রকে বাড়ি থেকে গ্রেফতার করে। তার আগে দুপুরে রিন্টুর স্ত্রী শতাব্দী পাত্র পুলিশের কাছে স্বামী, শাশুড়ি -সহ পাঁচ জনের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ধৃতদের খাতড়া আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। জেলার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বধূ নির্যাতনের অভিযোগে ওই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের মার্চ মাসে রিন্টু পাত্র নামের ওই কনস্টেবলের সঙ্গে সিমলাপাল থানার রামনগর গ্রামের বাসিন্দা শতাব্দীর সঙ্গে বিয়ে হয়। পুলিশের কাছে শতাব্দী অভিযোগ করেন, বিয়ের পর থেকে সাংসারিক নানা কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপরে শারীরিক অত্যাচার ও মানসিক নির্যাতন করছিল। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাপের বাড়িও চলে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, “স্বামী ছুটিতে বাড়ি এসেছিলেন। সোমবার সকাল থেকে আমাকে মারধর শুরু করে। এমনকি গলা টিপে মেরে ফেলারও চেষ্টা করা হয়।” যদিও অভিযুক্তের পরিবারের তরফে বধূ নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তেরা পালিয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। |