বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বিএসএ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল টেকনো এরিয়ান। তারা ১-০ গোলে রাজ্য বিদ্যুৎ পর্ষদকে হারিয়েছে। রবিবার বিষ্ণুপুর স্টেডিয়ামে রাতে এই খেলা হয়েছে। উপস্থিত ছিলেন আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। এই খেলার আগে ভারতীয় মহিলা ফুটবল একাদশ ও পশ্চিমবঙ্গ মহিলা ফুটবল একাদশের প্রদর্শনী ম্যাচ হয়েছে। খেলাটি অবশ্য অমীমাংশিত ভাবে শেষ হয়েছে। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ দে জানান, ১৫ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ১১টি দল যোগ দিয়েছিল। ট্রফির সঙ্গে জয়ী দলের হাতে ১০ হাজার টাকা ও রানার্স দলের হাতে ৮ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।
|
পাত্রসায়র স্পোটিং ইউনিয়নের পরিচালনায় স্পিড ট্রাস্ট পরিবার চ্যালেঞ্জ ট্রফি ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে ২৪ নভেম্বর থেকে। ওই দিন পাত্রসায়র ফুটবল মাঠে প্রথম খেলায় জয়ী হয়েছে আরামবাগ স্পোটিং ইউনিয়ন। তারা ৩-০ গোলে হাওড়ার সালকিয়া ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। আয়োজক ক্লাবের সম্পাদক দেবব্রত দাস জানান, রবিবার দ্বিতীয় খেলায় ২-০ গোলে বাঁকুড়ার সারেঙ্গা একাদশকে হারিয়েছে বর্ধমানের আরএইউসি। মঙ্গলবার তৃতীয় খেলায় মুখোমুখি হয়েছিল দুর্গাপুর তানসেন অ্যাথলেটিক ক্লাব ও হুগলির চাঁপাডাঙা একাদশ। ২-০ গোলে চাঁপাডাঙা একাদশ জয়ী হয়েছে।
|
সোমবার মানবাজার জোনের প্রাথমিক, নিম্নবুনিয়াদি, মাদ্রাসা ও শিশু-শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। মানবাজার ব্লক অফিস ময়দানে মানবাজার ১ ও ২, পুঞ্চা, বান্দোয়ান ব্লকের ৯টি চক্রের ২২৬ জন প্রতিযোগী এতে যোগ দিয়েছিল। জোনাল ক্রীড়া কমিটির আহ্বায়ক তথা মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ইরা সুবুদ্ধি জানান, মোট ২৮টি ইভেন্ট ছিল। প্রথম ও দ্বিতীয় স্থানাধীকারিরা জেলা স্তরের প্রতিযোগিতা যোগ দেবে। ৮-১০ ডিসেম্বর পুরুলিয়াতে এই প্রতিযোগিতা হবে। সোমবার উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়ক সন্ধ্যারানী টুডু, মানবাজারের যুগ্ম বিডিও শ্রী কুমার ভট্টাচার্য প্রমুখ।
|
প্রবীর পাল ও জগন্নাথ বাগদি স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর যুবকবৃন্দ ক্লাব। শনিবার পাত্রসায়রের বালসি হাইস্কুল মাঠে ৫-১ গোলে জয়পুরের শুকজোড়া মা আখড়াকালী কালীমাতা সঙ্ঘকে পরাজিত করেছে। আয়োজক ছিল বালসি ২ অঞ্চল তৃণমূল। শুকজোড়ার গৌর আড়ি ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এতে ৮টি দল যোগ দিয়েছিল। খেলা শেষে দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে জার্সি দেওয়া হয়।
|
পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। আসর বসেছিল পুরুলিয়া শহরের মানভূম ক্রীড়া সংস্থার মাঠে। উদ্যোক্তাদের পক্ষে সুবীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেলার ৯০ টি বিদ্যালয়ের মোট ৭৮৫ জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। জেলার উদীয়মান ক্রীড়াবিদ জ্যোৎস্না মাজি, সন্দীপন কর্মকার, বিশাখা মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। ১১ ও ১২ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
|
• বাঁকুড়ার নবজীবনপুর ফুটবল প্রতিযোগিতা-২০১১ চূড়ান্ত পর্বের খেলা হয়ে গেল রবিবার। নবজীবনপুর ফুটবল মাঠে নবজীবনপুর ক্লাব ও পদ্মজামাইডু আরোগ্যবাসের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। বাঁকুড়ার কল্যাণপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এল এম টি লোকপুর। নবজীবনপুর ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ মুর্মু জানান, ১৫টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
• ধীরাজ বন্দ্যোপাধ্যায় ও অবনী নন্দী স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়েছে ওন্দার তেলিবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। রবিবার এই খেলায় ওন্দার কোচিয়াকোল একাদশ ওন্দার বাড়ুই নেতাজি সঙ্ঘকে ১-০ গোলে পরাজিত করে। প্রতিযোগিতায় মোট ১০টি দল যোগ দিয়েছিল।
• সম্প্রতি বাঁকুড়া জেলা আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল ছাতনা থানার ঝুনকা উচ্চ বিদ্যালয়ের মাঠে। ফাইনালে মুখোমুখি হয়েছিল শুশুনিয়া উচ্চ বিদ্যালয় ও ঝিলিমিলি উচ্চ বিদ্যালয়। ৩-২ গোলে জিতেছে ঝিলিমিল। বাঁকুড়া জেলার ৫৭৬টি স্কুল যোগ দিয়েছিল।
|