তরুণীর মুখে অ্যাসিড দেওয়ার ঘটনায় ধৃত শেখ আনোয়ারকে মঙ্গলবার সিউড়ি আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। রবিবার সাঁইথিয়া থানার গোবিন্দপুর গ্রাম থেকে দ্বিতীয় বর্ষের সিউড়ি কলেজের ওই ছাত্রী সাইকেলে টিউশন পড়তে যাচ্ছিলেন। তাঁর বাবার অভিযোগ, “ময়ূরাক্ষী নদী পার হয়ে দক্ষিণপাড়ের জুনিদপুর গ্রাম হয়ে ইটেগড়িয়া বাসস্টপেজে যেতে হয়। কিন্তু নদী পারাপারের জন্য কোনও সেতু বা রাস্তা না থাকায় ময়ূরাক্ষী নদীর বালিপথ দিয়ে তাঁর মেয়ে সাইকেলে করে পড়তে যায়। রবিবারও তঁর মেয়ে বালিপথ দিয়ে পড়তে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টা নাগাদ সিউড়ি থানার ছোটআলুন্দা গ্রামের বাসিন্দা শেখ আনোয়ার মোটরবাইক নিয়ে তাঁর মেয়ের সাইকেলে ধাক্কা মারে। তার পরে মুখে, শরীরে অ্যাসিড ঢেলে দেয় আনোয়ার।” এ ব্যাপারে ওই তরুণী সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শেখ আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ।
|
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম আশিস কোনাই (১৯)। বাড়ি নলহাটির ভদ্রপুর গ্রামে। সোমবার রাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে ওই তরুণের মৃত্যু হয়। পুলিশের অনুমান, পারিবারিক কারণে ওই তরুণ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, সোমবার রাতেই নলহাটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় এক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি উদ্ধার হয়েছে। তাঁকে নলহাটি ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় বাসিন্দারা ভর্তি করেন। পরে রামপুরহাট হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।
|
সোমবার রাতে রামপুরহাট লোটাস প্রেস মোড় সংলগ্ন এলাকায় জুয়ার ঠেকে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে গিয়েছে। |