টুকরো খবর
গাড়ি চুরির চক্রের দু’জন ধৃত
চোরাই মোটর সাইকেল বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে দু’টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ধৃতেরা আন্তর্জাতিক গাড়ি চুরি চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার কলসুর পঞ্চায়েতের চান্ডালআটি গ্রাম থেকে তাদের ধরা হয়। ধৃত দু’জনের মধ্যে ইমরান হাবিব ওরফে ভোদোর বাড়ি বারাসতের দত্তপুকুরে। ঝণ্টু মণ্ডল ওরফে আতিয়ার রহমানের বাড়ি চান্ডালআটি গ্রামেই। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির একটি চক্র বারাসত ও দেগঙ্গা হয়ে চোরাউ মোটর সাইকেল অন্য রাজ্যে এবং বাংলাদেশে পাচার করছে বলে দিন কয়েক আগে পুলিশ জানতে পারে। তদন্তে নেমে সম্প্রতি দেগঙ্গার কুচেমোড়া গ্রামের বাসিন্দা জাফর হোসেন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় জাফর স্বীকার করে, তার কাজ চোরাই গাড়ির নকল কাগজপত্র তৈরি করা। সেই কাগজ দেখিয়ে পাচারকারীরা ভিন রাজ্যে গাড়ি বিক্রি করে। জাফরকে জেরা করে আন্তর্জাতিক গাড়ি চুরি চক্রের হদিস মেলে। জাফরের দেওয়া তথ্যের উপরে নির্ভর করে গত কয়েকদিনে পুলিশ ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। এ দিন রাতে গোপন সূত্রে দেগঙ্গা থানার পুলিশ জানাতে পারে গাড়ি পাচার চক্রের দুই সদস্য দু’টি মোটর সাইকেল নিয়ে চান্ডালআটিতে সঙ্গীদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে ওসি শান্তিময় পাঁজা বিশাল বাহিনী নিয়ে সেখানে পৌঁছে ওই দু’জনকে বমাল ধরে ফেলে।

ধরপাকড়ের প্রতিবাদে বন্ধ
এলাকায় পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বামনগাছিতে বন্ধ পালন করলেন ব্যবসায়ীরা। সকাল থেকেই সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, দুষ্কৃতী ধরার নামে পুলিশ রাতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। নিরীহদের গ্রেফতার করা হচ্ছে। যদিও, বারাসত থানা সূত্রে জানানো হয়েছে, বামনগাছি এলাকায় বিভিন্ন ঘটনায় জড়িত অভিযুক্তদের ধরতেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। সোমবার রাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের নামেই নির্দিষ্ট মামলা রয়েছে।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার
বোমা, গুলি, বন্দুক-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ক্যানিংয়ের জীবনতলা থানার নলকাড়া গ্রাম থেকে তাদের ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম নজরুল গাইন, সইদুল গাইন, সফিকুল গাইন ও সিরাজুল গাইন। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, ৬টি বোমা এবং ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে।

গাছের ডাল ভেঙে মৃত
গাছ কাটার সময়ে মাথায় ডাল পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাদুড়িয়া থানার কৃত্তিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মনসুর গাজি (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কৃত্তিপুর বাগানে একটি আমগাছ কাটা হচ্ছিল। গাছে ডাল কাটছিলেন একজন। নীচে দাঁড়ানো দু’জন দড়ি বেঁধে সেই ডালগুলি নামাচ্ছিলেন। তাঁদেরই মধ্যে ছিলেন মনসুর। একটি বড় ডাল নামানোর সময় আচমকা দড়ি ছিঁড়ে সেটি মনসুরের মাথায় পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।

বধূ-মৃত্যুতে ধৃত ২
এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু’জন গ্রেফতার হল। সোমবার রাতে সোনারপুরের নতুনপল্লিতে বাড়িতে ঢুকে অঙ্কিতা মণ্ডল (১৯) নামে এক গৃহবধূকে ভোজালির কোপ মারা হয়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মূল অভিযুক্ত, অঙ্কিতার স্বামী সালাউদ্দিন ফেরার বলে জানায় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে সালাউদ্দিনের দুই ভাই রহিজুদ্দিন ও সইফুদ্দিন গ্রেফতার হয়েছে। সালাউদ্দিনের খোঁজ চলছে।

সরকারি কর্মী ধৃত
অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলাশাসক অফিসের এক কর্মী গ্রেফতার হলেন। তাঁর নাম ঝুনু পাল। পুলিশ জানায়, সোমবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নৈশপ্রহরীর বন্দুকের লাইসেন্স নবীকরণ করার সময়ে ৬০ টাকার জায়গায় ২৫০ টাকা নেন ঝুনুদেবী। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

গাঁজা-সহ ধৃত
মঙ্গলবার বিকেলে বসিরহাট স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গাঁজা-সহ এক ব্যক্তিকে ধরে পুলিশ। পিণ্টু গাজি নামে ওই ব্যক্তির বাড়ি স্থানীয় রাজীব কলোনিতে। ধৃতের কাছ থেকে ৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.