হরিণঘাটায় ধান বিক্রি, সমস্যা চেক নিয়ে |
সহায়ক মূল্যে ধান কেনা মঙ্গলবার থেকে শুরু হয়েছে হরিণঘাটায়। কিন্তু ধান কেনার সময়েই চাষিদের হাতে হাতে চেক দেওয়ারর সরকারি নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তা হচ্ছে না। চাষিদের অভিযোগ, দিন সাতেকের মধ্যে চেক পেয়ে যাওয়ার আশ্বাসই মিলেছে শুধু। স্বাভাবিক ভাবেই সংশয় কাটছে না ধান বিক্রি করতে আসা চাষিদের। সরকারি তরফে যুক্তি, চাষিদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। ফলে টাকা চেক দিতে সময় লাগছে। জেলা খাদ্য সরবরাহ নিয়ামক অমিয় সিংহরায় বলেন, “ধান কেনার সময়েই চাষিদের প্রাপ্য চেক দিয়ে দেওয়ার কথা। আমি যতদুর শুনেছি চাষিদের অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া যায়নি।” কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “টাকা নিয়ে সংশয় থাকার কোনও কারণ নেই। সামনের সাত-আট দিনের মধ্যেই সব টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের দ্রুত অ্যাকাউন্ট করিয়ে নেওয়ার জন্য বলেছি।” স্থানীয় মোল্লাবেলিয়া গ্রামের বাসিন্দা সামসেদ মোল্লা বলেন, “চেক পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। খোলা বাজারে ধান বিক্রি করলে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যেত। কিন্তু সেখানে তো কম দাম পাব। অনেকেই এই টাকার দিয়েই অন্য ফসল চাষ করবেন। অনেকে ঋণ নিয়ে চাষ করেছেন। বিক্রির সময়ে টাকা না পাওয়া গেলে পরিশোধ করবেন কী করে?”
|
কান্দির সমবায় সমিতিতে চুরি |
ভরতপুরের আমলাই গ্রামের একটি কৃষি সমবায় সমিতি থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে সমিতির প্রধান দরজার তালাটি ভাঙা অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। সমিতির সদস্যদের অভিযোগ, এই চুরির ঘটনায় সমিতির ম্যানেজার নিজেই জড়িত। সমিতির সদস্য অলোক মুখোপাধ্যায় বলেন, “ম্যানেজারই সমিতির টাকা আত্মসাৎ করেছেন। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে।” সমিতির ম্যানেজার রক্ষাকর দে বলেন, “অভিযোগ মিথ্যা। সোমবার কাজ শেষ করতে দেরি হওয়ায় ওই টাকা লকারে রাখা হয়নি। সমিতির মধ্যে থেকেই টাকা চুরি গিয়েছে।” ভরতপুর-১ ব্লকের বিডিও হিমাদ্রী সরকার বলেন, “আমি এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। পুলিশকেও তদন্ত করতে বলেছি।”
|
ভাগীরথীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে বেলডাঙার মির্জাপুর থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ব্লক প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু দিন ধরেই ওই এলাকায় ভাগীরথীর পাড় থেকে ইট ভাটার জন্য মাটি কাটা হচ্ছে। মঙ্গলবারও মাটি কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চারটি ট্রাক্টরও আটক করা হয়েছে। আজাদ মোল্লা ও হুমায়ুন কবীর নামে দুই ব্যবসায়ী ও চার ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা-১ বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “বহু দিন ধরেই অভিযোগ ছিল। এ দিন পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। তদন্ত শুরু করা হয়েছে।”
|
ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার তেহট্ট ফাস্ট ট্রাক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ মুখোপাধ্যায় সাজা ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী অমৃতাভ মণ্ডল বলেন, ‘‘২০১০ সালের ১০ জুলাই থানারপাড়ার গোরভাঙা গ্রামের ময়নাল খান প্রতিবেশি এক মহিলাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ময়নালকে গ্রেফতার করে।’’
|
যুবকের দেহ উদ্ধার বহরমপুরে |
মঙ্গলবার সকালে বহরমপুর থানার কাটাবাগান ও ভাণ্ডারদহ ব্রিজের মধ্যবর্তী এলাকা লাগোয়া মাঠে এক যুবকের দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, পায়ের শিরা কেটে তাকে খুন করা হয়েছে। মৃতের নাম সাদিকুল শেখ ওরফে বেরা (২৫)। বাড়ি ঘটনাস্থল লাগোয়া টিকটিকিপাড়া গ্রামে। বহরমপুর-হরিহরপাড়া রাজ্য সড়কের ওই এলাকায় গাছের সঙ্গে দড়ি বেঁধে বাইক ও গাড়ি আটকে পথচারীদের সর্বস্ব লুঠ করা হয় অনেক দিন ধরে। পুলিশ জানায়, ওই লুঠেরা বাহিনীর পাণ্ডা ছিল বেরা শেখ।
|
মঙ্গলবার ফুলিয়া স্টেশনের কাছ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম কালো সোনা কুণ্ডু (৪৬)। তিনি ফুলিয়া বিদ্যামন্দিরের পরিচালন সমিতির তৃণমূল সম্পাদক।
|
কৃষ্ণনগরের আমঘাটা শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। সিপিএমকে হারিয়ে ৬টি আসনই দখল করেছে তারা। এ ছাড়াও নাকাশিপাড়ার তেঁতুলবেড়িয়া হাইস্কুলে চারটি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট। একটি করে আসন পেয়েছে কংগ্রেস ও তৃণমূল। |