নাট্যকার অঞ্জন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করেছে প্রান্তিক নাট্যগোষ্ঠী। আগামী ১-৫ ডিসেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে ওই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যোগ দেবে রাজ্যের ১৩টি নাটকের দল। শুরুর দিন মধ্যমগ্রামের রূপকল্প, বেলঘরিয়ার অঙ্গনের নাটক পরিবেশিত হবে। এর পরে কলকাতার রঙ্গাঙ্গন, কৃষ্ণনগরের সিঞ্চন, গয়েশপুরের সংলাপ, চন্দননগরের থিয়েটার, বর্ধমানের অঙ্গীকার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল শিল্পকৃতি, দক্ষিণেশ্বরের সৌভিক সাংস্কৃতিক চক্র, হালিশহরের ইউনিটি মালঞ্চ, বীরনগরের কথা, দমদমের রবীন্দ্রনগর নাট্যাযুধ নাটকের দল অংশ নেবে। চুঁচুড়ার এষণার নাটক শেষে স্মরণিকা প্রকাশ, আলোচনা ও পুরস্কার প্রদান করা হবে। বিচারক অনিল দত্ত, শক্তিনাথ ভট্টাচার্য, দেবনারায়ণ বিশ্বাস।
|
গত বৃহস্পতিবার ও শুক্রবার দু’ দিন ধরে অনুষ্ঠিত হল বহরমপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৬ তম বার্ষিক অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হয় শুক্রবার। এ দিন মুর্শিদাবাদ জেলাশাসক, তথা ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের চেয়ারম্যান পারভেজ আহমেদ সিদ্দিকি ও তাঁর স্ত্রী শাহনাজ সিদ্দিকি সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে ছাত্রছাত্রীরাই পরিবেশন করে ভাঙড়া, রাজস্থানী নৃত্য ও কাওয়ালি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন অধ্যক্ষা ঊষা শাঁ।
|
জন্ম শতবর্ষে প্রয়াত স্মরণ অনুষ্ঠান হল মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এবং ‘সাম্প্রত’ নামের একটি সাংস্কৃতিক সংস্থা। গত রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে ওই অনুষ্ঠান হয়। শিল্পী দেবব্রত বিশ্বাসের জীবন কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা।
|
২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর তিন দিন ধরে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। আয়োজক সংস্থা থিয়াস। মঞ্চস্থ হয় কাছরাপাড়ার থিয়েটার নান্দীকের নক্সীকাঁথার মাঠ, কৃষ্ণনগর থিয়াসের একটুকরো ম্যাকবেথ, শান্তিপুর সাংস্কৃতিকের অচলায়তন ও গোবরডাঙা শিল্পায়নের ভূতপুরাণ।
|
কৃষ্ণনগর এ ভি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কাব্যমন পত্রিকার প্রকাশ অনুষ্ঠান। গত শনিবার ওই অনুষ্ঠানে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। সেখানে গান ও আবৃত্তি পরিবেশন করেন। চলে স্বরিচত কবিতার পাঠের আসরও। শান্তিপুরের বাবলা অদ্বৈতপাঠে অনুষ্ঠিত হল কবিতা পাঠের আসর। আয়োজন করেছিল ‘নদিয়া জেলা সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী সংস্থা’। বসন্ত বিশ্বাসের উপরে লেখা অসীম বিশ্বাসের বইটি গত রবিবারের ওই অনুষ্ঠানে প্রকাশ করা হয়। |