টুকরো খবর |
দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ পশ্চিমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫’ নিয়ে প্রশিক্ষণ শিবির হল পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার জেলার সব ব্লকের বিডিও, অন্য দফতরের কর্মী-অফিসারদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস। এ ছাড়াও অভিজ্ঞ দুই কর্মীকে নিয়ে আসা হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার জন্য। কী ছিল এই প্রশিক্ষণে? কোন কোন বিষয়কে প্রাকৃতিক বিপর্যয় বলে ধরতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম আভাস পাওয়া গেলে প্রশাসনকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিপর্যয় মোকাবিলা ও বিপর্যয়-পরবর্তী সময়ে প্রশাসনের কী পদক্ষেপ করা বা ভূমিকা নেওয়া উচিত বা জরুরি, এ বিষয়গুলিই জানানো হয়। এ ক্ষেত্রে কেন্দ্রীয়-স্তরে যেমন একটি কমিটি রয়েছে তেমনই রাজ্য ও জেলা-স্তরেও কমিটি করার কথা। পশ্চিম মেদিনীপুর বন্যা-কবলিত জেলা। প্রতি বছরই বেশ কয়েকটি ব্লকের মানুষকে বানভাসি হতে হয়। তা ছাড়া পূর্ব মেদিনীপুর সমুদ্র-উপকূলে হওয়ায় বিভিন্ন সময়ে ঝড়-ঝঞ্ঝার আশঙ্কা থাকে পশ্চিমেও। এই দু’টি বিষয়ে প্রশাসন কী ভাবে তৎপরতার সঙ্গে কাজ করবে, সে নিয়েই আলোচনা হয় এ দিন। |
প্রাথমিকে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল ও কাঁথি |
মঙ্গলবার প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মহকুমাস্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে। মহকুমার পাঁচটি ব্লকের ১১টি চক্রের ৪১৮ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় যোগ দেয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, ঘাটাল কলেজের অধ্যক্ষ ভোলানাথ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরে আধিকারিকরা। ধাপে ধাপে পঞ্চায়েত, প্রতিটি চক্রের পর মহকুমা এবং সর্বশেষ জেলা-পর্যায়ে এই প্রতিযোগিতা হবে। কাঁথির বাদলপুরে মঙ্গলবার কাঁথি পশ্চিম চক্রের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ধীরেন্দ্রনাথ পাত্র ও অবর বিদ্যালয় পরিদর্শক কানাইলাল বাঁকুড়া। প্রতিযোগিতায় ৭৫টি স্কুলের শ’পাঁচেক ছাত্রছাত্রী যোগ দেয়। প্রতিযোগিতার শেষে সফলদের পুরস্কার দেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী গিরি। |
দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫’ নিয়ে প্রশিক্ষণ শিবির হল পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার জেলার সব ব্লকের বিডিও, অন্য দফতরের কর্মী-অফিসারদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস। এ ছাড়াও অভিজ্ঞ দুই কর্মীকে নিয়ে আসা হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার জন্য। কী ছিল এই প্রশিক্ষণে? কোন কোন বিষয়কে প্রাকৃতিক বিপর্যয় বলে ধরতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম আভাস পাওয়া গেলে প্রশাসনকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিপর্যয় মোকাবিলা ও বিপর্যয়-পরবর্তী সময়ে প্রশাসনের কী পদক্ষেপ করা বা ভূমিকা নেওয়া উচিত বা জরুরি, এ বিষয়গুলিই জানানো হয়। |
শিক্ষকদের পথসভা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে সোমবার কাঁথির বড় ডাকঘরের সামনে পথসভা করল শিক্ষা বাঁচাও কমিটি। সংগঠনের পক্ষে চিত্তরঞ্জন জানা, ত্রিদিব কর, প্রভাত পাল বলেন, “পাশ-ফেল প্রথা না থাকলে পড়াশোনা প্রহসনে পরিণত হবে। বামফ্রন্ট সরকার পাশ-ফেল প্রথা তুলে দিয়ে রাজ্যের প্রাথমিক ছাত্রছাত্রীদের চূড়ান্ত সবর্নাশ করেছে। তৃণমূলের সরকারও একই ভুল করতে চলেছে।” তাঁদের দাবি, পাশ-ফেল প্রথা না থাকলে সাধারণ ছেলেমেয়েরা কিছুই শিখতে পারবে না। তাই রাজ্য সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাঁরা জানান, আগামী ১১ ডিসেম্বর শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে কাঁথি শহরে অবস্থান কমর্সূচি নেওয়া হয়েছে। |
৩ জন বিদ্যুৎস্পৃষ্ট
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাস্তার পাশে বিদ্যুতের তারে বাঁধা দড়িতে পা লেগে তড়িদাহত হয়েছিল এক স্কুলছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ছাত্রীর মা ও কাকাও। মঙ্গলবার সকালে কাঁথি থানা এলাকার পেটুয়ায় ঘটনাটি ঘটে। তিন জনকেই গুরুতর অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রাখী শীটের অবস্থা আশঙ্কাজনক। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম বনবিহারী দে (৪৯)। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় এগরা-সোলপাট্টা রোডে আলংগিরি বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ওই বিমা কর্মীকে একটি লরি ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা এগরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
মন্দিরে হানা |
কালী মন্দিরে লুঠপাট চালিয়ে পালাল এক দল দুষ্কৃতী। খেজুরি থানার বিক্রমনগরে সোমবার রাতে ঘটনাটি ঘটে। প্রতিমার মুকুট, সোনার অলঙ্কার ও প্রণামীর বাক্স লুঠ করেছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। |
|