|
|
|
|
ঘাটালে সরকারি জমি দখলের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পূর্ত-বিভাগের জমি জবরদখল করে মার্কেট কমপ্লেক্স গড়ার চেষ্টার আভিযোগ উঠেছে ঘাটালের একটি ক্লাবের বিরুদ্ধে। ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাইমণি রাস্তার ধারে একটি পুকুর-সহ ২৬ শতক জমি রয়েছে পূর্ত দফতরের। সম্প্রতি শহরেরই একটি ক্লাব বেআইনি ভাবে ওই জমিতে ক্লাবের বোর্ড লাগিয়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। বিষয়টি নজরে আসার পরেই পূর্ত দফতর ওই ক্লাবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্ত দফতরের সহকারী বাস্তুকার লক্ষীকান্ত মণ্ডলের বক্তব্য, “আমরা প্রাথমিক ভাবে থানায় বিষয়টি জানিয়েছি। দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। ওই জায়গায় যাতে কোনও নির্মাণকাজ না হয়, তার জন্যও দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব মহলে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরা আদালতেও যাব।” |
|
দখলীকৃত জমির ধারে বাঁশের বেড়া। নিজস্ব চিত্র। |
ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “জমিটি প্রাথমিক ভাবে পূর্ত দফতরের বলেই প্রমাণ হয়েছে।” ক্লাবটির সম্পাদক পঙ্কজ জানার আবার দাবি, “ওই জায়গায় আমাদের ক্লাবেরও কিছু জমি রয়েছে। বাকিটা ফাঁকা পড়ে রয়েছে। আমরা ওই জমির উপর মার্কেট কমপ্লেক্স করে বেকারদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে জমিটি ঘিরেছি।” এ ভাবে কোনও ক্লাব সংগঠন ব্যবসায়িক উদ্দেশে যে কোনও ফাঁকা জমি ‘দখল’ করে নিতে পারে কি নাতার সদুত্তর মেলেনি।
পূর্ত দফতর সূত্রের খবর, ওই জমির কিছুটা রাস্তার জন্য এবং বাকিটা ভবিষ্যতে অন্য কোনও প্রকল্পের জন্য সংরক্ষিত। শীঘ্রই ঘাটাল-পাঁশকুড়া সড়ক সংস্কারের কাজ শুরু হবে। তখন ওই জমির কিছুটা ব্যবহার করারও পরিকল্পনা রয়েছে দফতরের। শহরবাসীর অভিযোগ, প্রশাসনের গাফিলতিতে এবং এক শ্রেণির রাজনৈতিক নেতার মদতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষের আরও অভিযোগ, ঘাটাল-পাঁশকুড়া, ঘাটাল-নাড়াজোল-সহ মহকুমার বিভিন্ন রাস্তার দু’ধারে বালি, ইট, কাঠের গুঁড়ি ফেলে দিনের পর দিন ব্যবসা চালাচ্ছে এক শ্রেণির ব্যবসায়ী। তার উপরে রাস্তার একাংশ দখল করে এ হেন ‘ব্যবসায়িক উপদ্রবে’ বিরক্ত মানুষ। |
|
|
|
|
|