|
|
|
|
ছোট-আঙারিয়া |
দিল অসুস্থ, ফের পিছোল চার্জ-গঠন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের পিছিয়ে গেল মেদিনীপুরের আদালতে ছোট আঙারিয়া মামলার চার্জ-গঠন। অন্যতম অভিযুক্ত দিল মহম্মদের শারীরিক অসুস্থার কারণেই চার্জ-গঠন পিছিয়ে গেল বলে আদালত সূত্রে খবর।
ছোট আঙারিয়া মামলায় ১০ বছর ধরে ‘ফেরার’ অন্যতম অভিযুক্ত দিল মহম্মদ গ্রেফতার হন গত জুনে, রাজ্যে পালাবদলের পরে। এক দফা শেষ হয়ে যাওয়া মামলা নতুন মোড় নেয়। নতুন করে তদন্ত শুরু করে সিবিআই। ২০০১-এর ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে সিপিএমের সশস্ত্র বাহিনী হামলা চালায় অভিযোগ। কয়েক জন মারা যান বলেও অভিযোগ। কিন্তু কোনও দেহ মেলেনি। প্রমাণাভাবে খালাস পান ধৃত অভিযুক্তরা। পাঁচ জন ‘ফেরার’ ছিলেন ১০ বছর ধরেই। তাঁদেরই অন্যতম দিল মহম্মদ ধরা পড়েন গত জুনে। বিচারের জন্য এজলাস নির্দিষ্ট হওয়ার পর গত ১৪ নভেম্বর মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্যের এজলাসে ছোট আঙারিয়া মামলার চার্জ-গঠন হওয়ার কথা ছিল। সিবিআইয়ের আইনজীবী তাপস বসু চার্জশিটের প্রতিলিপিও আদালতে পেশ করেন। অভিযুক্তপক্ষ জানায়, এই প্রতিলিপি দেখার জন্য কিছু সময় প্রয়োজন। পাশাপাশি, চার্জ-গঠন সংক্রান্ত শুনানির জন্য আদালতের কাছে একটি দিন নির্দিষ্ট করারও আবেদন জানানো হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ২৯ নভেম্বর, মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। কিন্তু, এ দিন দিল মহম্মদকে আদালতে হাজির করানো সম্ভব হয়নি। অভিযুক্ত আদালতে উপস্থিত না-থাকলে তাঁর বিরুদ্ধে চার্জ-গঠন করা যায় না। তাই মামলা ফের পিছিয়ে গেল।
কেন দিল মহম্মদকে আদালতে হাজির করানো গেল না? আদালত সূত্রে খবর, তাঁর শরীর খারাপ। মঙ্গলবারই লিখিত ভাবে আদালতের কাছে অভিযুক্তের অসুস্থতার কথা জানান মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বক্তব্য, দিলের বুকে ব্যথা রয়েছে। সংশোধনাগারের চিকিৎসক তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই মতো তাঁকে মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ-গঠনের প্রক্রিয়া তাই শুরু করা যায়নি। দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক জানান, আগামী ১৯ ডিসেম্বর চার্জ-গঠন সংক্রান্ত শুনানি হবে। |
|
|
|
|
|