|
|
|
|
ভাঙা দল নিয়েই ইম্ফল যাচ্ছে মোহনবাগান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিলং লাজং ফুটবলারদের গতি, ইম্ফলের ঠান্ডা আর তাদের সমর্থকদের চিৎকার। লাজংয়ের বিরুদ্ধে নামার আগে অধিনায়ক ব্যারেটোর চিন্তা এই তিনটেই। আর কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সে সবের থেকেও এগিয়ে রাখলেন নিজের দলের চোট-আঘাত সমস্যাকে। মঙ্গলবার অনুশীলনের পর এ রকমই বলছিলেন মোহনবাগানের কোচ-অধিনায়ক। আঠারো জনের দল ইম্ফল উড়ে যাচ্ছে বুধবার দুপুরে।
আগামী শুক্রবার আই লিগে মোহনবাগানের ম্যাচ শিলং লাজংয়ের সঙ্গে। শিলংয়ের মাঠ এখনও তৈরি না হওয়ায় খেলা হবে ইম্ফলে। সেখান থেকে তিন পয়েন্ট তুলে আনতে মোহনবাগানের প্রধান চিন্তা চোট। আট জন ফুটবলার নেই চোটের জন্য। দু’জন জাতীয় দলে খেলছেন। সুনীল ছেত্রী স্কটল্যান্ডে রেঞ্জার্সের ট্রায়াল থেকে ফিরে খেলবেন সাফ কাপে। ম্যানেজার বার্নার্ড যে আঠারো জনের দল ঘোষণা করলেন, তাতে চোটের জন্য নেই তিন গুরুত্বপূর্ণ ফুটবলার রাকেশ মাসি, হাদসন লিমা আর আনোয়ার আলি। যার ফলে রক্ষণে কিংশুক-ড্যানিয়েল-সৌরভ চক্রবর্তী ধনরাজনদের উপরই নির্ভর করতে হবে সুব্রত ভট্টাচার্যকে।
ফেডারেশন কাপে লাজং হারিয়েছিল স্টিভ ডার্বির মোহনবাগানকে। সেই হারের বদলা নেওয়ার কথা উড়িয়ে দিলেন ব্যারেটো। “না, না। বদলার কথা একদমই ভাবছি না। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।” তার সঙ্গেই ব্যারেটো মনে করিয়ে দিলেন, “ইম্ফলে ঠান্ডা থাকবে। প্রচুর দর্শক আসবে ওদের জন্য চেঁচাতে। টিমটা আই লিগের অন্যতম সেরা দল।”
কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এই টিম নিয়েও তিন পয়েন্ট পাওয়া সম্ভব। ওদের গতি আটকাতে ছোট ছোট পাসে খেলতে হবে।” কিন্তু বিএনআরকে হারাতেই যে হিমশিম খেয়েছে দল! প্রশান্তর যুক্তি, “চোটের জন্য এক-এক দিন আলাদা-আলাদা কম্বিনেশন তৈরি হচ্ছে মাঝমাঠে। বোঝাপড়াই তৈরি হচ্ছে না।” ব্যারেটো আবার শুধু ডিফেন্সকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। ব্যারেটোর কথায়, “গোল খাওয়ার জন্য সব সময় ডিফেন্সই দায়ী নয়। মিডফিল্ডার বা ফরোয়ার্ডরা বিপক্ষ ডিফেন্সে চাপ দিতে না পারলেও গোল খেতে পারে টিম।” |
|
|
|
|
|