গত দু’মাস ধরে আরামবাগ থেকে বাঁকুড়ার কোতুলপুরের রুটে রাত ৮টার পরে গাড়ি না থাকায় স্থানীয় মানুষ একাধিক বার ক্ষোভ-বিক্ষোভ দেখিয়েছেন। সমস্যা সমাধানে হস্তক্ষেপ করেছে আরামবাগ মহকুমা প্রশাসন।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, দূরপাল্লার এক্সপ্রেস বাস এবং লোকাল বাস ছাড়ার সময় নিয়ে দ্বন্দ্বের জেরে আরামবাগ থেকে কোতুলপুরগামী যে লোকাল বাসটি রাত ৯টায় ছাড়ত, সেটি গত আট বছর আগেই বন্ধ করে দেন বাস মালিকেরা। লোকাল বাস মালিকদের আপত্তি থাকা সত্ত্বেও নামখানা-কোতুলপুর দূরপাল্লার বাসটি গত দু’মাস আগে পর্যন্তও রাত ৮টা ৪০ মিনিটে আরামবাগ থেকে বেরোত। ফলে যাত্রীদের তেমন অসুবিধা হচ্ছিল না। কিন্তু গত দু’মাস ধরে সেটি বন্ধ হয়ে গিয়েছে। এখন কোতুলপুরগামী শেষ বাসৈ আরামবাগ থেকে ছাড়ছে রাত ৮টায়। যাত্রী কম পাওয়ায় তাঁরা শেষ বাসের সময় এগিয়ে আনতে বাধ্য হয়েছেন বলে দূরপাল্লা বাস সংগঠনের দাবি। যদিও যাত্রীদের বক্তব্য, অনেকেই রাত ৮-৯টায় যাতায়াত করেন। নিত্য যাত্রীরা গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দিয়েছেন মহকুমাশাসককে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দু’দফা বৈঠকের পরেও অবশ্য সমাধান সূত্র বেরোয়নি। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী জানান, আগামী সপ্তাহে ফের বৈঠক ডাকা হয়েছে। আশা করা হচ্ছে, জটিলতা কেটে যাবে।
একই আসা প্রকাশ করেছেন দূরপাল্লা ও লোকাল বাস মালিকেরা। আরামবাগ-কোতুলপুর রুটের (লোকাল) বাস সংগঠনের সম্পাদক অভয় বীট জানান, তাঁরা ৯টায় শেষ বাস ছাড়তে রাজি আছেন। কিন্তু, রাত ৮টা বেজে গেলে পরবর্তী এক ঘণ্টা ১০ মিনিটের মধ্যে কোনও লোকাল বাস ওই রাস্তায় চালানো যাবে না। দূরপাল্লার বাস ৮.১০ থেকে ৮.১৫ মিনিটের মধ্যে গেলেও মাঝে কোথাও দাঁড়ালে চলবে না।”
অন্য দিকে, এ বিষয়ে হুগলি জেলা দূরপাল্লা বাস সংগঠনের সম্পাদক মির্জা গোলাম মোস্তাফা বলেন, “লোকাল বাস মালিকেরা যদি এই প্রস্তাব দিয়ে থাকেন, তা হলে সমস্যা হওয়ার কথা নয়। দেখা যাক, পরবর্তী বৈঠকে তাঁরা এ নিয়ে কী বলেন।” |