মুলতুবি যুদ্ধ
সনিয়ার এক পুরনো প্রস্তাব অস্ত্র বিজেপির
লতি অধিবেশনেই খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে মুলতুবি প্রস্তাব আনার জন্য এনডিএ জমানার নজির খুঁজে বার করে সরকারকে চাপে ফেলে দিল বিজেপি। মূল্যবৃদ্ধি ও কালো টাকা নিয়ে মুলতুবি প্রস্তাব মেনে নেওয়ার পরে সরকার আর কোনও মুলতুবি প্রস্তাব গ্রহণ করতে রাজি নয়। তাদের যুক্তি, এক অধিবেশনে একাধিক মুলতুবি প্রস্তাব আনার দস্তুর নেই। বিজেপি কিন্তু এক দশক আগের নজির ঘেঁটে বার করে দেখিয়ে দিয়েছে, এনডিএ আমলেই এমনটা ঘটছে। ঘটনাচক্রে, সনিয়া গাঁধীর দেওয়া একটি মুলতুবি প্রস্তাবকেই এখন মনমোহন সিংহকে কোণঠাসা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি।
সংসদের চলতি অধিবেশনের আগেই বাম ও বিজেপি একে অন্যের সমর্থনে এগিয়ে এসে মূল্যবৃদ্ধি ও কালো টাকা নিয়ে মুলতুবি প্রস্তাব দেয়। কিন্তু দস্তুরের প্রসঙ্গ তুলে সরকার বামেদেরটি ছেড়ে বিজেপি-র প্রস্তাব গ্রহণ করে। এ নিয়ে বাম-বিজেপি মনোমালিন্যও হয় কিছুটা। এ বার খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে বিরোধীরা ফের একটি মুলতুবি প্রস্তাব দিলে একই অজুহাতে সরকার তা মানতে চাইছে না। কিন্তু লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ আজ এনডিএ জমানার দৃষ্টান্ত খুঁজে বার করে দেখিয়ে দিয়েছেন, বিদেশি লগ্নি নিয়ে মুলতুবি প্রস্তাবটিও সরকার অনায়াসে স্বীকার করতে পারে। কারণ, ২০০২-এর ১৮ নভেম্বর ‘সাম্প্রদায়িক শক্তি মোকাবিলায় সরকার ব্যর্থ’ এই মর্মে বিরোধীদের একটি মুলতুবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। এর দু’দিন পরই ‘খরা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা’ নিয়ে সনিয়ার দেওয়া আর একটি মুলতুবি প্রস্তাবও গ্রহণ করে তৎকালীন এনডিএ সরকার। সে সময় এনডিএ-র শরিক দলের নেতা মনোহর জোশী ছিলেন লোকসভার স্পিকার। ভোটাভুটিতে দু’টি মুলতুবি প্রস্তাবই খারিজ হয়।
এই নজির দেখিয়ে বিজেপি এখন এক ঢিলে দুই পাখি মারতে তৎপর। এক, বামেদের দেওয়া মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যানের বিরোধিতা করে বিরোধী ঐক্য বজায় রাখা। দুই, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে মুলতুবি প্রস্তাব গ্রহণে সরকারকে বাধ্য করা। সুষমার দাবি, “একই অধিবেশনে একই বিষয়ে একাধিক মুলতুবি প্রস্তাব দেওয়া যায় না। কিন্তু বিষয় ভিন্ন হলে যতগুলি খুশি মুলতুবি প্রস্তাব দেওয়া যায়, এটা মানতে কোনও বাধা নেই।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.