ন্যাটোর বিমানহানাকে হাতিয়ার করে আমেরিকাকে কোণঠাসা করতে এ বার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল পাকিস্তান। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি হুসেন হারুন। হামলার প্রতিবাদে আগামী মাসে বন শহরে আফগানিস্তান সংক্রান্ত গুরুত্বপূর্ণ সম্মেলন বয়কট করার সিদ্ধান্তও আজ ফের জানাল পাকিস্তান। আজ লাহৌরের গভর্নর হাউসে মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানানো হয়।
অবশ্য আমেরিকার দাবি, ন্যাটো ‘হামলা’র অন্য আর একটি কারণ থাকতে পারে। আজ এক মার্কিন সংবাদসংস্থা দাবি করে, তালিবানের প্ররোচনাতেই ন্যাটো ‘ভুল করে’ এই হামলা চালিয়েছিল।
শুক্রবারের হামলার পরই পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেতৃত্বে বৈঠকে বসে পাক মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি। বৈঠকের পর ঘটনার নিন্দা করে একটি বিবৃতি জারি করা হয়। ন্যাটো বাহিনীর চলাচলের রাস্তা বন্ধ করা এবং শামসি বিমানঘাঁটি খালি করতে বলার সিদ্ধান্তও জানানো হয় ওই বিবৃতিতে। রাষ্ট্রপুঞ্জকে আজ হারুন যে চিঠি পাঠিয়েছেন, তার সঙ্গে ওই বিবৃতির প্রতিলিপিও পাঠানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জ সূত্রের খবর, ওই বিবৃতিটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় একটি স্মারকলিপি হিসেবে বিলি করার জন্য বান কি মুনকে অনুরোধ করেছেন হারুন। তবে, ন্যাটোর হামলার বিষয়ে রাষ্ট্রপুঞ্জ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বান কি মুনের মুখপাত্র। বিমান হানার তদন্তে নেতৃত্ব দিতে আজ মার্কিন বিমানবাহিনীর এক অফিসারকে নিয়োগ করেছে আমেরিকা। পাকিস্তান এবং আফগানিস্তানকে এই তদন্তে অংশ নিতে আবেদন জানিয়েছে তারা।
শামসি বিমানঘাঁটি নিয়েও আজ চাপ বাড়িয়েছে পাকিস্তান। গত কাল এই বিমানঘাঁটি খালি করার সময়সীমা ১৫ দিনের থেকে বাড়ানোর অনুরোধ করেন সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, ১৯৯২ সালে তাদের এই বিমানঘাঁটি লিজ দিয়েছিল পাকিস্তান। ৯/১১-র পর আমেরিকাকে তা ব্যবহারের অনুমতি দেয় আরব আমিরশাহি। পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অবশ্য সাফ জানিয়েছেন, সময়সীমা বাড়ানোর প্রশ্নই ওঠে না। এই চাপানউতোরের মধ্যেই আজ রিপাবলিকান দলের প্রভাবশালী সেনেটর জন ম্যাকেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তাঁর দাবি, এখনও হক্কানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আইএসআই। |