টুকরো খবর
অ্যাপল তৈরির প্রথম চুক্তি নিলামে
সাড়ে তিন দশক পুরনো, টাইপ করা আড়াই পাতার চুক্তিপত্রটাকে বলা হচ্ছে ‘প্রযুক্তি, বাণিজ্য আর পার্সোনাল কম্পিউটিঙে দুনিয়া জুড়ে বিপ্লবের ঝড় তোলা একটা সংস্থার ভিত্তিপ্রস্তর’। চুক্তির তারিখ ১৯৭৬ সালের ১ এপ্রিল। রয়েছে তিন ‘অংশীদারের’ সই স্টিভ জোবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। ওই চুক্তি সই হওয়ার মুহূর্তেই জন্ম নিয়েছিল ‘অ্যাপল কম্পিউটার কোম্পানি’। সেই ‘ঐতিহাসিক’ চুক্তিপত্র এ বার উঠছে নিলামে। আগামী ১৩ ডিসেম্বর নিলাম সংস্থা ‘সদবি’তে অ্যাপল-পত্তনের সেই দলিল ছাড়াও আরও একটি চুক্তিপত্র নিলামে উঠছে। কোম্পানি তৈরির ঠিক ১১ দিন পরে, ১২ এপ্রিল অ্যাপলের অংশীদারি ছেড়ে দিয়েছিলেন রোলান্ড ওয়েন। অ্যাপলের চুক্তিপত্রে সেই সংক্রান্ত সংশোধনীটিও নিলামে উঠছে। সদবি কর্তৃপক্ষ মনে করছেন, অন্তত এক থেকে দেড় লক্ষ ডলারে বিক্রি হবে ওই দু’টি চুক্তিপত্র। ১৯৭৬ সালে জোবসের বাড়ির গ্যারাজে প্রতিষ্ঠা হয়েছিল অ্যাপলের। তার আগে ওজনিয়াক কাজ করতেন ‘হিউলেট প্যাকার্ড’-এ। ভিডিও গেম তৈরির কোম্পানি ‘আটারি’-তে কাজ করার সময়ে ওয়েনের সঙ্গে জোবসের আলাপ। সদবি কর্তৃপক্ষ বলছেন, নিজের কোম্পানি তৈরির চূড়ান্ত সিদ্ধান্তটা জোবস যে নিতে পেরেছিলেন, তার পিছনে ওয়েনের একটা বড় প্রভাব ছিল। চুক্তিপত্রের খসড়া ওয়েনই করেছিলেন। জোবস ও ওজনিয়াকের ৪৫ শতাংশ করে এবং ওয়েনের ১০ শতাংশ মালিকানা ছিল কোম্পানিতে। ১১ দিনের মধ্যেই সেই মালিকানা ছেড়ে দেওয়ার পরে ওয়েনকে দু’দফায় মোট ২৩০০ ডলার দিয়েছিলেন জোবসরা। স্টেপল পিনের গর্তওয়ালা, ভাঁজের দাগপড়া পুরনো কাগজগুলো এমনই নানা অজানা গল্পের টানে ভাল দামেই বিকোবে বলে আশা সদবি কর্তৃপক্ষের।

বাবার ছায়াতেই জীবন কাটল স্তালিন-কন্যার
সারা জীবন ধরে তাঁকে তাড়া করে বেড়িয়েছে বাবার নামটি। নাম বদলেও ফেলেছিলেন অনেক বার। অবশেষে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্বেতলানা স্তালিনা ওরফে লানা পিটার্স। জোসেফ স্তালিনের মেয়ে। শেষ হল ‘রুশ উপন্যাসে’র মতো জীবন কাহিনি। সোমবার আমেরিকার উইসকিনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি মার্কিন সংবাদপত্র। ১৯২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম শ্বেতলানার। বাবার সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে পরে বার বার আক্ষেপ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, “যেখানেই যাই বাবার নাম আমাকে তাড়া করে বেড়াবে।” সারা বিশ্ব যাঁর মূল্যায়ন করতে উদগ্রীব সেই জোসেফ স্তালিন সম্পর্কে তাঁর মেয়ের মত কী? তাঁর কথায় “বাবাকে বোঝা খুব শক্ত ছিল না। কারণ, তাঁর চিন্তায় কোনও জটিলতা ছিল না। তিনি ছিলেন নিষ্ঠুর। কঠোর। শিক্ষিত মার্ক্সবাদী হিসেবে আমাকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি।” পরে সোভিয়েত ইউনিয়ন থেকে সরে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন শ্বেতলানা। তাঁর জীবনের এই পর্বের সঙ্গে জড়িয়ে আছে ভারত। নয়াদিল্লির মার্কিন দূতাবাস থেকেই তাঁকে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব আসে। স্তালিনের নাম থেকে মুক্তি পেতে কখনও হয়েছেন শ্বেতলানা আলিলুয়েভা। আবার মার্কিন নাগরিক উইলিয়াম ওয়েসলে পিটার্সকে বিয়ে করে হয়েছিলেন লানা পিটার্স। শেষ পর্যন্ত আমেরিকায় প্রচারের আলো থেকে দূরে মৃত্যু হল তাঁর।

ব্রিটেনে ধর্মঘট, এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিল
কাল ব্রিটেনে সাধারণ ধর্মঘট। তারই জেরে বাতিল হল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী চারটি উড়ান। আর এক বিমান সংস্থা জেট এয়ারওয়েজ অবশ্য উড়ান বাতিল করেনি। তবে সংস্থার তরফে ভোগান্তি এড়াতে যাত্রীদের কালকের বদলে পরে কোনও দিনের টিকিট কিনতে বলা হয়েছে। পেনশন পরিকল্পনায় সংস্কারের প্রতিবাদে কাল দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ডেকেছেন ব্রিটেনের সরকারি কর্মীরা। লন্ডনের হিথরো ও ব্রিটেনের অন্যান্য বিমানবন্দরের কর্মীরাও এই ধর্মঘটে সামিল হবেন। এর ফলে বিমান চলাচলে প্রচণ্ড সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের সমস্যার কথা ভেবেই কাল লন্ডনগামী ৪টি উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। জেট এয়ারওয়েজ জানিয়েছে, কোনও উড়ান বাতিল করা না হলেও যাত্রীদের ৩০ নভেম্বরের বদলে ১-৭ ডিসেম্বরের মধ্যে টিকিট কেনার কথা বলা হয়েছে।

চার বছর জেলে জ্যাকসনের ডাক্তার
চার বছরের কারাদণ্ড হল মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মারের। ৬ সপ্তাহ ধরে চলা বিচার প্রক্রিয়ায় তাঁর থেকেই জানা গিয়েছে জ্যাকসনের শেষ সময়ের কথা। জানা গিয়েছে, ইনসমনিয়া থেকে মুক্তি পেতে তিনি প্রপোফলের মতো কড়া ড্রাগ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন পপস্টারকে। আজ আদালতে উপস্থিত ছিলেন জ্যাকসন পরিবারের বেশ কয়েক জন সদস্য। ছিলেন মারের মা এবং বান্ধবীও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.