জয়পুরে অগ্নিদগ্ধ দোকান। ছবি: শুভ্র মিত্র। |
একটি ইলেকট্রনিক্সের দোকান আগুনে পুড়ে গেল। ঘটনাটি বাঁকুড়ার জয়পুরের। বৃহস্পতিবার মাঝরাতে আগুন লাগে। বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।
দোকান-মালিক তরুণ দাস বলেন, “রাতেই প্রতিবেশীদের কাছে দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাই। গিয়ে দোকানের দরজা খুলে দেখি ভিতরের জিনিসপত্র জ্বলছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। প্রচুর জিনিসপত্র পুড়ে গিয়েছে।” বিষ্ণুপুর দমকল কেন্দ্রের ওসি শ্রীকান্ত দে বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। দোকানে থাকা জিনিসপত্র পুড়ে গিয়েছে।” দোকান মালিকের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া |
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য করল বাঁকুড়া জেলা বামফ্রন্ট। শুক্রবার বাঁকুড়া সদরের মহকুমাশাসকের কার্যালয়ের সামনে দলের কর্মী-সমর্থকেরা জমায়েত করে বিক্ষোভ দেখান। পুলিশ তাঁদের গ্রেফতার করে পরে ছেড়ে দেয়। অগ্রগামী কিষান সভার বাঁকুড়া জেলা সম্পাদক মানিক মুখোপাধ্যায় দাবি করেন, “অবিলম্বে সার ও অন্যান্য পণ্যের দাম কমাতে হবে।” |