একসঙ্গে মদ্যপান করার সময় নিজেদের মধ্যে বচসা বেধেছিল। তার জেরে এক বন্ধুকে ছুরি মেরে খুন করেছিল অন্য বন্ধুরা। সেই ঘটনায় শুক্রবার দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন উত্তর ২৪ পরগনার বারাসত আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ২২ অক্টোবর উত্তর ২৪ পরগনার অশোকনগরের কল্যাণগড়ের কালীতলা এলাকায় ওই খুনের ঘটনা ঘটে। সে দিন বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন সমীর দত্ত। সেই সময় বন্ধুদের সঙ্গে বচসা বাধে তাঁর। বচসার মধ্যেই সমীরবাবুকে কুপিয়ে খুন করে তার বন্ধুরা। ঘটনার তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ অতনু ঘোষাল ওরফে পুঁচকে এবং রঞ্জন সমাদ্দার ওরফে পল্টু নামে ওই এলাকার দুই বাসিন্দাকে গ্রেফতার করে। বিচারের পরে এ দিন ওই দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান বারাসত আদালতের ফাস্ট ট্রাকের (প্রথম) বিচারক।
|
গোসাবায় বিডিওকে স্মারকলিপি |
আয়লায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা বিলি, ভুয়ো বিপিএল কার্ড বাতিল, ১০০ দিনের কাজ প্রকল্পে রাস্তা তৈরি, পুকুর এবং খাল সংস্কার-সহ সাত দফা দাবিতে শুক্রবার গোসাবার বিডিওকে স্মারকলিপি দিল এসইউসি। বিডিও বিশ্বজিৎ পাণ্ডা বলেন, “চলতি মাসের মধ্যে আয়লায় ক্ষতিগ্রস্ত ১৪ হাজার পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। বাকিদের টাকা এলেই দ্রুত দিয়ে দেওয়া হবে। ১০০ দিনের কাজ প্রকল্পে এ বার এলাকার প্রচুর মানুষকে কাজ দেওয়া হয়েছে। আরও বেশি মানুষকে কী ভাবে কাজ দেওয়া যায়, তা ভাবা হচ্ছে।” অন্যান্য দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিও আশ্বাস দেন।
|
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন এলাকা থেকে ষাট জন ছাত্র এই কর্মশালায় অংশ নিয়েছিলেন। প্রেস ক্লাবের গ্রন্থাগারে এই কর্মশালার আয়োজন করা হয়।
|
টিটাগড়ের এম্পায়ার জুটমিলের গুদামে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ আগুন লেগে যায়। দমকলের ১২টি ইঞ্জিন মাঝরাত পর্যন্ত আগুনের সঙ্গে লড়াই চালায়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। |