মিড ডে মিলের খাবার খাওয়ার সময়ে একটি সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের টালির চাল ভেঙে পড়ায় জখম হল অন্তত ৩৫টি শিশু। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার-২ ব্লকের মড়িগাছি এলাকায়। জখম শিশুগুলিকে স্থানীয় মড়িগাছি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হলেও ৫টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এ দিন গ্রামে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। |
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রটি সরকারি অনুমোদন পায়। শুরু থেকে গ্রামের এক জনের বাড়ির টালির চালের বারান্দায় কেন্দ্রটি চলছে। প্রায় ৬০টি শিশুর স্বাস্থ্য পরিষেবা এবং পড়াশোনা দেখভালের জন্য ওই কেন্দ্রে এক জন কর্মী এবং এক জন সহায়িকা রয়েছে। এ ছাড়াও, প্রসূতি ও গর্ভবতীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় ওই কেন্দ্র থেকে।
এ দিন দুর্ঘটনাটি ঘটে দুপুর দেড়টা নাগাদ। মিড ডে মিল খাচ্ছিল প্রায় ৫০টি শিশু। টালির চাল ভেঙে পড়ার শব্দে স্থানীয় লোকজন এবং অভিভাবকেরা চলে আসেন। টালি, বাঁশ সরিয়ে শিশুদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন তনুজা খাতুন নামে এক শিশুর মা সেরিনা বিবি বলেন, “বর্ষার সময় থেকেই ওই বারান্দার চালের অবস্থা খারাপ ছিল। কেন্দ্রের কর্মীকে সারানোর জন্য বলা হয়েছিল। কিন্তু কিছুই হয়নি।” এ ব্যাপের কেন্দ্রের ওই কর্মী কোনও মন্তব্য করতে চাননি।
ডায়মন্ড হারবার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শিপ্রা কাঁঠাল বলেন, “ওই কেন্দ্রের নিজস্ব ভবন নেই বা কেন্দ্রটি বিপজ্জনক অবস্থায় চলছে তা আমাদের জানানো হয়নি। তেমন হলে কেন্দ্রের চাল সারানোর ব্যবস্থা করা যেত।” ওই ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক সুব্রত দে বলেন, “এ দিনের ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জমি পেলে কেন্দ্রের নিজস্ব ভবন তৈরি করার ব্যবস্থা নেওয়া হবে।” |