টুকরো খবর
ফের দিঘার পথে সেতু বন্ধ
ফের কলকাতা-দিঘা সড়কে নরঘাটের কাছে মাতঙ্গিনী সেতুতে যান চলাচল বন্ধ থাকবে তিন দিন। আজ, শনিবার থেকে হলদি নদীর এই সেতুর চণ্ডীপুরের দিকের সংযোগকারী অংশ মেরামত করবে পূর্ব মেদিনীপুর জেলা পূর্ত দফতর। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার জানান, ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প হিসাবে নৌকায় নদী পারাপারের ব্যবস্থাও থাকবে। গাড়িতে যেতে চাইলে খড়্গপুর থেকে বেলদা, এগরা হয়ে দিঘায় পৌঁছতে হবে।

পূর্বে আরও ১৫টি পরীক্ষাকেন্দ্র
মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য পূর্ব মেদিনীপুরে নতুন ১৫টি কেন্দ্র হচ্ছে। শুক্রবার জেলায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে জেলা পরিষদ অফিসে বৈঠকের ডাক দেওয়া হয়। প্রশাসন, পুলিশ ও জেলা পরিষদ, শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালী দত্ত। তিনি জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এ বার জেলার ৫৮৭টি স্কুলের অন্তত ৬০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৮৫টি। এর মধ্যে ৮১টি প্রধান পরীক্ষাকেন্দ্র, বাকি ৪টি সাহায্যকারী পরীক্ষাকেন্দ্র। গত বছর জেলায় প্রধান পরীক্ষাকেন্দ্র ছিল ৬৬টি।

দেশপ্রাণ-স্মরণে
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৭৭তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল কাঁথি শহরে। বৃহস্পতিবার এক আলোচনাসভার আয়োজন করেছিল দিঘলপত্র অ্যাকাডেমি। সভায় বীরেন্দ্রনাথের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, দিলীপ দাস, সৌরভ দাস, সমরবরণ মান্না, অঞ্জলি রায়, নটেন্দ্রনাথ দাস, কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী ও সুদর্শন খাটুয়া। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাবন্ধিক সত্যরঞ্জন জানা। কাঁথি বীরেন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্ট কমিটি শুক্রবার স্মরণসভার আয়োজন করেছিল বীরেন্দ্রনাথ টাউন হলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভেন্দুবিকাশ বেরা।

বাম-ছাত্রদের কনভেনশন
বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত অর্ডিন্যান্সের বিরুদ্ধে কনভেনশন করল ৩টি বামপন্থী ছাত্র সংগঠন। শুক্রবার মেদিনীপুরের এক অডিটোরিয়ামে ওই কনভেশনে যোগ দেনএসএফআই, এআইএসএফ এবং এআইএসবির সদস্যরা। ছিলেন এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, স্বপন মিত্র প্রমুখ। তাঁদের অভিযোগ, নতুন সরকার একের পর এক অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে। নতুন সংযোজন এই অর্ডিন্যান্স। এই আইন শিক্ষায় বেসরকারিকরণ ও কর্পোরেট মুনাফার পথকে প্রশস্ত করার প্রাথমিক পদক্ষেপ। সৌগত বলেন, “এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে গণতান্ত্রিক রীতিনীতিকে ধ্বংস করার চেষ্টা চলছে। এই অর্ডিন্যান্সকে কালাকানুন বলেই চিহ্নিত করেছি।”

অজ্ঞাতপরিচয় রোগীকে নিয়ে সমস্যা মেডিক্যালে
নিজস্ব চিত্র
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু পরিচয় জানা না থাকায় এ বার কী করণীয়, সে নিয়ে সমস্যা দেখা দিয়েছে। নিকটাত্মীয় ছাড়া রোগীকে ছাড়া সম্ভব নয়। তা ছাড়াও রোগী কথাও বলতে পারছেন না। গত ১৯ নভেম্বর খড়্গপুর মহকুমা হাসপাতাল থেকে তাঁকে ‘রেফার’ করা হয়েছিল। আপাতত পুলিশকেই সমস্যার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যলের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক রবি হেমব্রম বলেন, “খড়্গপুর মহকুমা হাসপাতাল থেকে রোগীকে মেদিনীপুরে পাঠানো হয়েছিল। গলাটা গভীর ভাবে কেটে গিয়েছিল। চিকিৎসায় রোগী এখন সুস্থ। কিন্তু কোনও কথা বলতে পারছেন না। তা ছাড়াও এই ধরনের ঘটনায় পুলিশকে জানানো উচিত বলেই আমরা পুলিশে জানিয়েছি।” তবে রোগী একটা কাগজে বাংলায় লিখেছেন, রাজু কোঞ্চ। নহরপাড়া, বড়বিল, ডিব্রুগড়, অসম। রবিবাবুর অনুমান, এটাই হয়তো তাঁর বাড়ির ঠিকানা। খড়্গপুরের সিআই অরুণাভ দাস বলেন, “স্থানীয় মানুষ ওই আহতকে খড়্গপুর হাসপাতালে ভর্তি করিয়েছিলেন বলে খবর। রোগী সুস্থ না হওয়ায় এত দিন কথা বলা যায়নি। এ বার চেষ্টা করা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.