সচিন-ধোনি নেই এক দিনের সিরিজে
হরভজনের অস্ট্রেলিয়া যাত্রা ঘোর মেঘাচ্ছন্ন
হেন্দ্র সিংহ ধোনির বহু প্রতীক্ষিত বিশ্রাম অবশেষে কার্যকর হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না ধোনিকে। তাঁর বদলে নেতৃত্ব দেবেন বীরেন্দ্র সহবাগ। তবে নির্বাচকেরা তাঁদের মনোভাবে অনড় থাকেন। ধোনিকে বিশ্রাম নেওয়ার কথা তাঁরা বলেননি। অধিনায়ক নিজেই জানান, অস্ট্রেলিয়া যাওয়ার আগে এক দিনের সিরিজে বিশ্রাম নিতে চান।
তেমনই দেখা যাবে না সচিন তেন্ডুলকরকে। অনেকে মনে করছিলেন, ওয়াংখেড়েতে শততম সেঞ্চুরি হওয়া-না হওয়ার উপর তেন্ডুলকরের ওয়ান ডে খেলা নির্ভর করছে। যদি তিনি সেঞ্চুরি করে ফেলতে পারেন, তা হলে এক দিনের সিরিজে খেলবেন না। যদি আটকে যায়, তা হলে খেলে শততম সেঞ্চুরির গাঁটমুক্ত হয়ে ডনের দেশে যাবেন। শুক্রবার সকালে এমনকী সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন সতীর্থও বলতে থাকেন, সচিনের পক্ষে ঠিক কাজ হবে শততম সেঞ্চুরির ভূত ঘাড় থেকে নামিয়ে অস্ট্রেলিয়া যাওয়া। এখন যা দাঁড়াচ্ছে, শততম সেঞ্চুরির কাঁটা সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছেন সচিন। অনেকের অবশ্য খুব ভাল লেগেছে তাঁর মনোভাব যে, অস্ট্রেলিয়া গিয়েই দেখা যাবে। শততম সেঞ্চুরি করতে হবে বলে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কটকে কী নামব!
সেই মতো মুখ্য নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত এ দিন কথা বলেন সচিনের সঙ্গে। কিন্তু ওয়াংখেড়েতে বিরল কীর্তির কাছাকাছি এসে ফেরার পরেও তিনি জানিয়ে দেন, এক দিনের সিরিজে খেলতে চান না। বরং তিনি জোর দিচ্ছেন আগেভাগে অস্ট্রেলিয়া যাওয়ার উপর। যেমন করা হয়েছিল গত বছর শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের বেলায়। তখন ব্যাটসম্যানদের আগেভাগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখানেও বোর্ড চেষ্টা করছে ৮ ডিসেম্বর সচিন-রাহুলদের পাঠিয়ে দিতে। সিনিয়র ক্রিকেটারেরা সে রকমই চাইছেন। সচিন কি তা হলে আদৌ আর ওয়ান ডে ক্রিকেট খেলবেন? নির্বাচকেরা জানেন না। আশ্চর্যজনক হচ্ছে, কেউ তাঁর কাছে জানতেও চাননি। শুধু তাঁরা ধরে নিচ্ছেন, এক দিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি যখন, সচিন গুরু গ্রেগের দেশে ত্রিদেশীয় এক দিনের সিরিজে খেলতেও পারেন।
শনিবার অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচন। আর হালচাল দেখে মনে হচ্ছে, অ্যান্ড্রু সাইমন্ডসের দেশে যাওয়া হচ্ছে না হরভজন সিংহের। রবিচন্দ্রন অশ্বিনের পাঁচ উইকেট এবং সেঞ্চুরি একটা কারণ। আর একটা কারণ প্রজ্ঞান ওঝার প্রতি অবিচার হোক, চান না নির্বাচকেরা। এ দিন দল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ধোনি এবং সহবাগ দু’জনেই। সহবাগ যেহেতু এক দিনের সিরিজে নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে ডেকে নেয় শ্রীকান্তের কমিটি। হরভজন নিয়ে খুব আশাব্যঞ্জক কথাবার্তা হয়েছে বলা যাচ্ছে না। ভাবতেও অবাক লাগে যে, গত বার ‘মাঙ্কিগেট’-এর বিতর্কিত চরিত্র এ বার অস্ট্রেলিয়ায় থাকবেন না।
বরং বাংলার জন্য সুখবর থাকতে পারে। মনোজ তিওয়ারি যেমন ওয়ান ডে দলে আছেন, তেমন অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এগিয়ে ঋদ্ধিমান সাহা। নির্বাচকেরা ঠিক করে নিয়েছেন, অস্ট্রেলিয়ায় পাঁচ পেসার এবং দুই স্পিনার পাঠাবেন। পাঁচ পেসার হবেন জাহির, ইশান্ত, প্রবীণ, উমেশ এবং বরুণ অ্যারন। দুই স্পিনার অশ্বিন এবং ওঝা। বাড়তি ব্যাটসম্যান যাবেন কোহলি এবং রোহিত শর্মা।
এ দিকে, যুবরাজ সিংহ অসুস্থতার জন্য নিজেকে সরিয়ে নিচ্ছেন। ভারতীয় ক্রিকেটমহলের কোনও কোনও অংশে গভীর উদ্বেগ তৈরি হয়েছে তাঁর অসুস্থতা নিয়ে। হালফিলে পরপর এতগুলো সিরিজ কেউ অসুস্থতার জন্য বাইরে থাকেননি। ধরেই নেওয়া হচ্ছে, অস্ট্রেলিয়া সফরের দলেও তিনি থাকবেন না।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.