শ্মশানকালী পুজো উপলক্ষে মেলা |
শ্মশানকালী পুজো উপলক্ষে মেতে উঠেছে আমতার খড়িয়প এবং আশপাশের এলাকা। পুজো হয়ে গিয়েছে বৃহস্পতিবার। শুক্রবার ছিল প্রতিমা নিরঞ্জন। তবে, পুজোকে ঘিরে মেলা চলে সাত দিন ধরে। নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পুজো এ বার ১৮৮ বছরে পড়ল। পুজো কমিটির সম্পাদক অনিলকুমার দাস জানান, এই পুজোর প্রচলন করেছিলেন খড়িয়পের জমিদার বৈদ্যনাথ বসু। দীর্ঘদিন ধরে বসুবাড়ির উদ্যোগেই পুজো হত। ১৯৭৯ সাল থেকে গ্রামবাসীরা আলাদা কমিটি গড়ে পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। স্থায়ী ঠাকুর-দালানে পুজো হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই পুজো দেখতে। অনেককে দেখা যায় দন্ডি কাটতে। মুসলিম সম্প্রদায়ের মানুষও মেতে ওঠেন পুজোয়। এলাকার বাড়িগুলিতে ভিড় করেন আত্মীয়-স্বজনেরা। ঠাকুর-দালানকে কেন্দ্র করে প্রায় ২ কিলোমিটার জুড়ে মেলা বসে। নাগরদোলা-সহ হরেক বিনোদনের আয়োজন থাকে। চলে বিকিকিনি। প্রতিমা নিরঞ্জনে অবশ্য তেমন আড়ম্বর নেই। প্রথা অনুযায়ী, পুরুষেরাই এখানে দেবীবরণ করেন। তার পরে ঠাকুর-দালানের পাশের পুকুরে নিরঞ্জন হয়। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, শনিবার ঠাকুর-দালানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার পরের দু’দিন যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর রয়েছে ‘অন্নকূট উৎসব’। ২০ হাজারেরও বেশি মানুষকে ভোগ বিতরণ করা হবে।
|
হুগলির তিনটি স্কুলের ভোটে জয়ী তৃণমূল |
হুগলির তিনটি বিদ্যালয়ে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। তিনটি ক্ষেত্রেই দীর্ঘদিন পরে বামেদের একচ্ছত্র আধিপত্য খর্ব হল। প্রশাসন সূত্রের খবর, খানাকুলের রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু, তৃণমূল বাদে অন্য কোনও দল মনোনয়নপত্র জমা দেয়নি। একই পরিস্থিতি হয় তারকেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়েও। এখানেও অন্য কোনও দল মনোনয়নপত্র দাখিল না করায় ৬টি আসনের প্রত্যেকটি বিনা লড়াইতেই তৃণমূলের দখলে এল। চুঁচুড়ার শিবচন্দ্র সোম ট্রেনিং অ্যাকাডেমিতেও দীর্ঘ সাড়ে ৩ দশক পরে নির্বাচনে জয়ী হল বাম-বিরোধীরা। শুক্রবার এখানেও ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শুধুমাত্র তৃণমূলই মনোনয়নপত্র দাখিল করে। ফলে, ৬টি আসনের প্রত্যেকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তারা।
|
বয়স একশোরও বেশি। বিছানা ছেড়ে উঠতে পারেন না মসম্মত জামিলা খাতুন। ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলতে না পারায় বন্ধ হয়ে গিয়েছিল গোঘাট ১ ব্লকের শ্যাওড়া পঞ্চায়েতের আমডোবা গ্রামের এই বৃদ্ধার বার্ধক্যভাতা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ম্যানেজার নারায়ণচন্দ্র মণ্ডল তাঁর বাড়িতে গিয়ে পাঁচ মাসের ভাতা সম্বলিত চেক দিয়ে এলেন গত ১৫ নভেম্বর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে টিপছাপ নেওয়া হয়। বিডিও জয়ন্ত মণ্ডল জানালেন, এই বৃদ্ধার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ইন্দিরা গাঁধী জাতীয় বার্ধক্যভাতা প্রকল্পে গোঘাট ১ ব্লকে একশো শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হল। জামিলার ছেলে মজফ্ফর চৌধুরী বলেন, “প্রশাসনের এই উদ্যোগে আমরা অভিভূত।”
|
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু |
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মোটর বাইকে সওয়ার এক প্রৌঢ়ের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার খাদিনা মোড়ে জিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ রায় (৫২)। বাড়ি ব্যান্ডেলের কেওটায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর আড়াইটে নাগাদ খাদিনা মোড়ের একটি ডেকরেটরের দোকান থেকে কিছু জিনিস নিয়ে বিশ্বজিৎবাবু ও তাঁর এক সঙ্গী মোটরবাইকে চেপে বাড়িতে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিএসপি (ট্রাফিক) দফতরের সামনে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাইকটিকে ধাক্কা মারে। বিশ্বজিৎবাবু বাইকের পিছনে বসেছিলেন। তিনি রাস্তার মাঝে ছিটকে পড়েন। ট্রাকটির পিছনের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ৈর। বেগতিক বুঝে ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না-তদন্তের জন্য।
|
নতুন ভবনের উদ্বোধন বাগনানে |
সম্প্রতি বাগনান ২ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নতুন কার্যালয়ের উদ্বোধন হল। ব্লক প্রশাসন চত্বরেই কার্যালয়টি তৈরি করা হয়। দ্বিতল এই কার্যালয়টির জন্য খরচ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। বাগনান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক (কাজল) গঙ্গোপাধ্যায় বলেন, “ব্লক প্রশাসন চত্বরেই কার্যালয়টি তৈরি হওয়ায় সাধারণ মানুষের প্রচুর সুবিধা হবে।” অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) অশোক দাস, বাগনানের বিধায়ক রাজা সেন প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি।
|
সমবায় সমিতির দফতরের পিছনের ক্লাবঘর থেকে বেশ কয়েক বস্তা কীটনাশক উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ ওই ক্লাবে হানা দেয়। বাজেয়াপ্ত করা হয় ওই কীটনাশক। ঘটনাটি ঘটে হরিপালের জেজুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি ভাবে ওই কীটনাশক পাচারের জন্যই ক্লাবে মজুত করা হয়েছিল। স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তকারী এক অফিসার জানান, সমবায়টির অভিযুক্ত ম্যানেজার এবং সম্পাদক পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। |