|
|
|
|
টাকার ‘অভাব’ পুরসভার |
জেটিঘাট না থাকায় সমস্যায় যাত্রী |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
উলুবেড়িয়ায় জেটিঘাটের অভাবে সমস্যায় পড়ছেন নৌকা যাত্রীরা। বহু বছর আগে এখানে গঙ্গার ধারে ভাসমান এবং স্থায়ী দু’ধরনের জেটিঘাটই ছিল। কিন্তু সে সব কবে ভেঙে গিয়েছে। এখন কোনও মতে গঙ্গার পাড়ের পাড়ের উপর দিয়ে কাদা ভেঙে নৌকায় ওঠানামা করেন যাত্রীরা। উলুবেড়িয়া পুরসভা সূত্রের অবশ্য খবর, একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে। কিন্তু টাকার অভাবে সেটি নির্মাণসংস্থার কাছ থেকে আনা যাচ্ছে না।
উলুবেড়িয়া জেটিঘাট থেকে যন্ত্রচালিত নৌকা চলাচল করে দক্ষিণ ২৪ পরগনার আছিপুর এবং বিড়লাপুরের মধ্যে। প্রতিদিন কয়েক হাজার মানুষ যন্ত্রচালিত নৌকায় করে যাতায়াত করেন। উলুবেড়িয়া কলেজ, হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি অফিসে যাতায়াত ছাড়াও উলুবেড়িয়া হাট, বাজার, দোকান প্রভৃতি জায়গাতেও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে মানুষ নিয়মিত আসা-যাওয়া করেন। বজবজ এবং বিড়লাপুরের চটকলগুলিতে উলুবেড়িয়া থেকে যে সব শ্রমিক কাজ করতে যান তাঁরা এই জেটিঘাট থেকেই যন্ত্রচালিত নৌকা ব্যবহার করেন। এ ছাড়াও আছিপুর খেয়াঘাট হয়ে সহজে কলকাতায় যাওয়া যায়। সে সব কারণে উলুবেড়িয়ার অনেক মানুষ আছিপুরে যান। |
|
ছবি: হিলটন ঘোষ। |
কিন্তু জেটিঘাটের অভাবে এই সব নৌকাযাত্রীরা বিপাকে পড়ছেন। ভাটার সময়ে এক হাটু কাদার উপর দিয়ে তাঁদের নৌকায় উঠতে হয়। একই অবস্থা হয় নৌকা থেকে নামার সময়ে। এই অবস্থায় একটি পাকা জেটিঘাট তৈরির করার জন্য ১ দীর্ঘদিন ধরে দাবি জানাতে থাকেন নৌকার নিত্যযাত্রীরা।
এ বিষয়ে উদ্যোগ দেখা গিয়েছিল ২০১০ সালের মাঝামাঝি সময়ে। পুরসভার তৎকালীন চেয়ারম্যান কংগ্রেসের সাইদুর রহমান পরিবহণ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে একটি জেটিঘাট করার পরিকল্পনা করেন। পরিবহণ দফতরের কর্তারা এলাকা পরিদর্শন করেন। এর পরে অবশ্য অনাস্থা প্রস্তাবে সাইদুর হেরে যান। তিনি বলেন, “আমি একটা উদ্যোগ নিয়েছিলাম বটে। তবে প্রকল্পটির বর্তমান অবস্থা কী, তা বলতে পারব না।”
বর্তমান পুরপ্রধান তৃণমূলের দেবদাস ঘোষ বলেন, “একটি রাষ্ট্রায়ত্ত নির্মাণ সংস্থা ভাসমান জেটিটি তৈরি করেছে। সেটি রয়েছে গার্ডেনরিচে। কিন্তু প্রকল্পটির শর্ত ছিল মোট খরচের ২৫ শতাংশ পুরসভাকে দিতে হবে। সেই টাকা এখন আমাদের কাছে নেই।” টাকা জোগাড় হয়ে গেলেই জেটিঘাটটি এনে লাগিয়ে দেওয়া হবে বলে দেবদাসবাবুর দাবি। এরপরে এখান থেকে লঞ্চ পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। |
|
|
|
|
|