কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে অর্থনৈতিক অবরোধ তোলার বিষয়ে বিবেচনা করছে ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি)। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরমের সঙ্গে বৈঠকে ইউএনসি নেতাদের জানানো হয়েছে, মণিপুরে যে কোনও ধরনেক প্রশাসনিক পুনর্গঠনের আগে মণিপুরী নাগাদের মতামত নেওয়া হবে। এরপরেই ঠিক হয়েছে, ইউএনসি তাদের অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
মণিপুরের সদর হিলকে পৃথক জেলা হিসাবে গড়ার দাবিতে কুকিরা ১ অগস্ট থেকে অবরোধ শুরু করেছিল। সদর হিল জেলা গড়ার আশ্বাস পেয়ে ৯২ দিন পরে, অর্থনৈতিক অবরোধ তুলে নিয়েছিল তারা। অন্য দিকে, সেনাপতি জেলা ভেঙে সদর হিল জেলা গড়ার প্রতিবাদে ২১ অগস্ট থেকে ইউএনসি পাল্টা বন্ধ-অবরোধ শুরু করে। কুকিরা অবরোধ তুললেও নাগারা অবরোধ তোলেনি। রাজ্যের তিনটি মূল জীবন রেখা, ৩৯, ৫৩ ও ১৫০ নম্বর জাতীয় সড়কে অবরোধ চালিয়ে যাওয়ার ফলে রাজ্যবাসীর অবস্থা শোচনীয়। পেট্রোলের দাম লিটারপ্রতি ২০০ টাকা ছুঁয়েছে। ডিজেল বিকোচ্ছে ৯০ টাকায়। রান্নার গ্যাস ১৫০০ টাকায়। আজ ৯৫ দিনে পড়ল ইউএনসি-র সেই অবরোধ। ২ নভেম্বর সদর হিল চুক্তি বিষয়ে জানাতে ইউএনসি নেতাদের আলোচনায় ডাকে রাজ্য সরকার। কিন্তু বৈঠক অমীমাংসিত ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম নিজে মণিপুর এসে নাগা নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাতেও বরফ গলেনি। এরপর ২২ নভেম্বর, ইউএনসি প্রতিনিধিরা চিদম্বরমের সঙ্গে দিল্লিতে দেখা করেন। ইউএনসির তরফে জানানো হয়েছে, চিদম্বরম তাঁদের বলেছেন, সদর হিল জেলা গড়া বা মণিপুরে কোনও ধরনের প্রশাসনিক পুনর্গঠনের আগে নাগাদের মতামত নেওয়া হবে। সেই সঙ্গে গত কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে অবরোধ প্রত্যাহার ও নাগাদের পর্যাপ্ত গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে একটি চিঠিও ইউএনসির কাছে পৌঁছয়। ইউএনসির তরফে জানানো হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত ঘোষণা হবে। |