সরস্বতী পুজো ২৮ জানুয়ারি। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় এম এ তৃতীয় সেমেস্টারের চতুর্থ পত্র পরীক্ষার দিন ধার্য করেছে ২৭ জানুয়ারি। এর প্রতিবাদে শুক্রবার পরীক্ষা নিয়ামকের দফতরে বিক্ষোভ দেখায় টিএমসিপি। পরে অবশ্য ওই চতুর্থ পত্রের পরীক্ষার দিন বদল হয়। ওই চতুর্থ পত্র পরীক্ষার দিন ধার্য হয়েছে ২৪ জানুয়ারি। এছাড়াও কয়েকটি পরীক্ষাসূচিতে বদল হয়েছে। এম এ-র তৃতীয় সেমেস্টারের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮, ২০, ২৪ ও ২৭ জানুয়ারি। তার বদলে সেগুলি নেওয়া হবে যথাক্রমে ১৬, ১৮, ২০ ও ২৪ জানুয়ারি। পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় বলেন, “সরস্বতী পুজো তো ছাত্র-ছাত্রীদের জন্যই। তাই পরীক্ষাসূচির পরিবর্তন করা হল।”
|
স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ কাটোয়ায় |
কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার কদমপুর গ্রামে। এই ঘটনার পরে রফিক শেখ নামে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পাশের গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলেন ও পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বেলি বিবি (৪২)। তাঁর ছেলে সামসুল হক কাটোয়া থানায় লিকিত অভিযোগে জানান, তাঁর বাবা রফিক শেখ দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তাঁর বাবা রফিক শেখ বৃহস্পতিবার রাতে বেলি বিবির মাথায় আচমকা কুড়ুল দিয়ে আঘাত করে। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
|
সরস্বতী পুজো ২৮ জানুয়ারি। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় এম এ তৃতীয় সেমেস্টারের চতুর্থ পত্র পরীক্ষার দিন ধার্য করেছে ২৭ জানুয়ারি। এর প্রতিবাদে শুক্রবার পরীক্ষা নিয়ামকের দফতরে বিক্ষোভ দেখায় টিএমসিপি। পরে অবশ্য ওই চতুর্থ পত্রের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে ২৪ জানুয়ারি। এছাড়াও কয়েকটি পরীক্ষাসূচিতে বদল হয়েছে। এম এ-র তৃতীয় সেমেস্টারের কয়েকটি পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮, ২০, ২৪ ও ২৭ জানুয়ারি। তার বদলে সেগুলি নেওয়া হবে যথাক্রমে ১৬, ১৮, ২০ ও ২৪ জানুয়ারি। পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় বলেন, “সরস্বতী পুজো তো ছাত্র-ছাত্রীদের জন্যই। তাই পরীক্ষাসূচির পরিবর্তন করা হল।”
|
কেপমারি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অপু ঠাকুর। বাড়ি ব্যান্ডেলের নল দক্ষিণপাড়ায়। পুলিশ জানিয়েছে, এ দিন সার্কাস ময়দানে পুর মার্কেটের ভিতরে একটি সরকারি কৃষি ব্যাঙ্কের শাখার সামনে কেপমারি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় ও গ্রেফতার করে।
|