|
|
|
|
ট্রেনে ধোঁয়া দেখেই আতঙ্ক |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দুন এক্সপ্রেস অগ্নিকাণ্ডের দুঃস্বপ্ন এখনও তাজা। তাই ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন আপ অমৃতসর এক্সপ্রেসের যাত্রীরা।
শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গাঙপুর ও বর্ধমান স্টেশনের মাঝে বাঁকা ব্রিজে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। চালক ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক ছেটাতে থাকেন। খবর পেয়ে ডিজেল শেড থেকে ছুটে যান কর্মীরা। বর্ধমানের স্টেশন ম্যানেজার অসীমকুমার রায় বলেন, “ট্রেনের সঙ্গে থাকা একটি ইঞ্জিনের ব্রেক ঠিক মতো কাজ করছিল না। সে কারণেই বর্ধমান স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার আগে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।” |
|
সেই ইঞ্জিন। নিজস্ব চিত্র। |
চাকা ঠান্ডা হওয়ার পরে ব্রেক ঠিক করে ট্রেনটিকে বর্ধমান স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে দাঁড়িয়েই যাত্রী বিকাশ বর্মা বলেন, “হাওড়া থেকে ট্রেনে উঠেছি, যাচ্ছি লুধিয়ানা। গাংপুর স্টেশন ছাড়ার পরেই কানে এল সামনের দিকের যাত্রীদের চিৎকার। আমরাও আতঙ্কিত হয়ে পড়ি। ট্রেন দাঁড়িয়ে পড়লে অনেকেই নেমে অবস্থা দেখতে থাকেন।” অপর যাত্রী মলিনা কক্করের কথায়, “আমি যাচ্ছি অমৃতসর। হঠাৎ চিৎকার। শুনি, ট্রেনে আগুন ধরেছে। কয়েক দিন আগেই তো ট্রেনে আগুন লেগে কয়েক জন মারা গিয়েছেন। সপরিবার ঝাঁপ দেব কি না ভাবতে-ভাবতেই দেখি, ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। পরে শুনলাম ধোঁয়া বেরোচ্ছিল, নিভেও গিয়েছে।” বর্ধমান জিআরপি-র ওসি আশিসকুমার মজুমদার বলেন, “ট্রেনটি দু’দফায় পৌনে এক ঘণ্টা মতো দাঁড়িয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।” |
|
|
|
|
|