|
|
|
|
চাঁদা গ্রাম |
বিদ্যুৎ ও ট্রাফিক পুলিশের দাবিতে চিঠি এডিডিএ-কে |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
গুরুত্বপূর্ণ মোড় হলেও নেই কোনও যাত্রী প্রতীক্ষালয়। দেখা মেলে না কোনও ট্রাফিক পুলিশেরও। ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার চাঁদা মোড় এবং চাঁদা গ্রামে এই সব পরিষেবার দাবিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থাকে চিঠি পাঠালেন গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, আসানসোল, জামুড়িয়া, রানিগঞ্জ এবং রতিবাটি থেকে তিরাট খনি এলাকায় যাতায়াতের পথে গুরুত্বপূর্ণ চৌমাথা এই চাঁদা মোড়। বছর আটেক আগে মোড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বাসিন্দাদের দাবি মেনে চার জন ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু গত ছ’মাস ধরে কারও দেখা নেই। ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। স্থানীয় বসিন্দা, রিকশাচালক পরিমল দাস, খনিকর্মী পরিমল সাধুরা জানান, আসানসোলমুখী রাস্তার পাশে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। কিন্তু সেটির জায়গা অপর্যাপ্ত। উল্টো দিকে কোনও প্রতীক্ষালয় নেই। বর্ষা ও গরমের দিনগুলিতে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। এমনই এক নিত্যযাত্রী টুম্পা বাউরি জানান, কোনও শৌচালয় না থাকায় বিপাকে পড়তে হয়। কবে সমস্যা মিটবে কারও জানা নেই। জলের ব্যবস্থা রাখাও জরুরি বলে তাঁর দাবি। তিনি বলেন, “গরমের সময়ে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হয়। অন্য কিছু না কিনলে কোনও দোকানদারও জল দিতে চায় না। তাঁদের দোষ দেওয়া যায় না। কারণ, তাঁরাও জল কিনে আনেন।”
চাঁদা গ্রামের মুসলিমপাড়ায় এখনও বিদ্যুৎ পৌঁছয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বিদ্যুদয়নের এখনও কোনও ব্যবস্থা হয়নি। স্থানীয় তৃণমূল নেতা অশোক পাল জানান, বছর চারেক আগে বিদ্যুৎ দফতর বাজেট তৈরি করেছিল। কিন্তু কাজ একটুও এগোয়নি। প্রায় দশ মাস আগে রাস্তার এক দিকে তৃণমূলের তরফে রাস্তার এক দিকে দু’টি শৌচালয় তৈরি করে দেওয়া হয়। কিন্তু জল না থাকায় যাত্রীরা সেগুলি ব্যবহার করতে চান না। অশোকবাবু দাবি করেন, চাঁদা মোড়ে সুপারফাস্ট বাস যাতে দাঁড়ায়, সে দিকে নজর দেওয়ার জন্য পরিবহণ দফতরের কাছেও আবেদন জানিয়েছেন তাঁরা। জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, জল, বিদ্যুৎ-সহ নানা পরিষেবা নিয়ে তাঁরা পরিকল্পনা নিয়েছিলেন। তাঁর পাল্টা অভিযোগ, “রাজ্যের নতুন সরকার যে ভাবে সব ক্ষেত্রে টাকার অভাবের অজুহাত দিচ্ছে, তার পরে কবে কী হবে জানা নেই।” আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
|
|
|
|
|