রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ |
দু’বছর আগে শুরু হওয়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দু’টি নির্মীয়মান রাস্তা গ্রামবাসীদের বাধায় শেষ করা যায়নি। এই অভিযোগে প্রতিকারের দাবি জানিয়ে শুক্রবার জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল ঠিকাদার সংস্থা।
ওই সংস্থার কর্ণধার চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ২০০৯-এর ১২ অগস্ট জামসোল থেকে পাথরচূড়ের দুই কিলোমিটার এবং পাথরচূড় থেকে দরবারডাঙার ৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। তার পর থেকে গ্রামবাসীদের বাধায় কাজ শেষ করা যায়নি। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
গ্রামবাসীরা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলেই তাঁরা বাধা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় জখম হয়েছেন মোট চার জন। ৬০ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার চাকদোলা ব্রিজের কাছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে লরিটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় চালক শেখ সামিম ও খালাসি শেখ কোটাকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করায় পুলিশ। সেখান থেকে পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, শুক্রবার সকালে একটি মোটরবাইকে চড়ে সিউড়ি থেকে নিঘা যাচ্ছিলেন মহতাব আলম ও মহম্মদ সাকির আ লম। চাকদোলার কাছেই দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে তাকে এড়াতে গিয়ে মোটরবাইকটি গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। জখম হন দু’জন। তাঁদের বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
|
শুক্রবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থার (এডিডিএ) নতুন ওয়েবসাইটের উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এর আগে সংস্থার একটি ওয়েবসাইট ছিল। তবে সেটি বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হত। এখন থেকে এডিডিএ-র ওয়েবসাইটটি পুরোপুরি সরকারি বলে জানিয়েছেন তাপসবাবু। তিনি বলেন, “সবাই যেন জানতে পারেন এডিডিএ কী করছে। কোনও অস্বচ্ছতা যেন কোথাও না থাকে। সেই জন্য এডিডিএ-র বর্তমান ও আগামী সমস্ত পরিকল্পনার কথা এই ওয়েবসাইটে ছবি-সহ নথিবদ্ধ থাকবে। থাকবে ই-টেন্ডারিংয়ের ব্যবস্থা।” তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ী বা ঠিকাদারদের কথা ভেবে শুধু ই-টেন্ডারিং নয়, একই সঙ্গে স্থানীয় পত্র-পত্রিকাতেও প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হবে।
|
মোটর ভেহিক্যালস কার্যালয়ে কাজ করতে এসে হয়রানির মুখে পড়ছেন উপভোক্তারা, দালাল রাজ কায়েম হয়েছে, এ সব নানা অভিযোগে আসানসোল দফতরে অভিযান চালাল জেলা ও মহকুমা প্রশাসন। শুক্রবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), জেলা পরিবহণ আধিকারিক, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক ও আসানসোলের মহকুমাশাসক অভিযান চালান। মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, ঘুষ নেওয়া, দালালদের রমরমা-সহ উপভোক্তাদের হয়রানির নানা অভিযোগ উঠছিল। তাই এই অভিযান। শীঘ্রই সংশ্লিষ্ট দফতরে রিপোর্ট পাঠানো হবে।
|
বাজেয়াপ্ত কয়লা, গ্রেফতার ১ |
শোনপুর বাজারি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার সাড়ে তিনশো টন কয়লা বাজেয়াপ্ত করল পাণ্ডবেশ্বর পুলিশ। গৃহকর্তা মাখন সিংহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে প্রচুর পরিমাণ অবৈধ কয়লা মজুত করা হয়েছে বলে খবর ছিল। এই কয়লা বীরভূম-সহ বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য তোড়জোড় চলছিল। খবর পেয়ে শুক্রবার অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করা হয়।
|
খনিকর্মীদের আবাসন বণ্টন, নবম জাতীয় কয়লা বেতন চুক্তি কার্যকর-সহ নানা দাবিতে শুক্রবার সাতগ্রাম ইনক্লাইনে বিক্ষোভ দেখাল কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। বিবেচনার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। |