সারা ভারত আমন্ত্রণমূলক আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে গেল জেসিটি ফুটবল অ্যাকাডেমি ও আইএফএ ফুটবল অ্যাকাডেমি। শুক্রবার ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে হেরে যায় প্রতিযোগিতার আয়োজক মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি। জেসিটি ফুটবল অ্যাকাডেমি তাদের টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় দু’টি দলই একটি করে গোল করেছিল। অন্য দিকে, একই মাঠে এ দিন দ্বিতীয় সেমি ফাইনালে আইএফএ ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে টাটা ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনালে যায়। ফাইনাল খেলা হবে রবিবার।
|
বারাবনি গ্রামরক্ষা কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হল পলাশবন আদিবাসী ক্লাব। কাপিষ্টা নেতাজি-সুকান্ত মাঠে তারা বেলডাঙা আদিবাসী ক্লাবকে ২-০ গোলে হারায়।
|
বর্ধমান সদর শহর-১ নম্বর চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল বর্ধমান মোহনবাগান মাঠে। ৪৮টি প্রাথমিক বিদ্যালয় ও ২৯টি শিশুশিক্ষা কেন্দ্রের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এতে যোগ দেয়। সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এ-জোন।
|
বর্ধমান সদরের ক্রিকেট ক্লাবগুলির দলবদল ও রেজিস্ট্রেশন পর্ব শুরু হচ্ছে ২৮ নভেম্বর থেকে। একই সঙ্গে আন্তঃমহকুমা স্তরের দলবদলও এ দিনই শুরু হবে। সদর ও মহকুমা স্তরে দলবদল চলবে ৭ ডিসেম্বর ও রেজিস্ট্রেশন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। |