প্রায় দু’শো হেক্টর এলাকা জুড়ে শাল, সেগুন, শিশু, অর্জুন গাছের জঙ্গল। আর এই বিশাল জঙ্গলের জন্য রয়েছেন মাত্র ৭ জন বন কর্মী। রাতে পাহারার কোনও ব্যবস্থাই নেই। রাতের অন্ধকারে অনায়াসেই ডোমকলের ওই জঙ্গল থেকে দামি গাছ কেটে পাচার করছে কাঠ মাফিয়ারা। ডোমকলের জিৎপুরের এই দু’শো হেক্টর জুড়ে দু’টি জঙ্গল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জঙ্গল থেকে অনবরত গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছে ডোমকলের বিভিন্ন এলাকায়। বন দফতর চুরির কথা স্বীকার করলেও তারা দোষ দিচ্ছে পুলিশ প্রশাসনকেই। বনাধিকারীকদের অভিযোগ, গাছ কাটার ব্যাপারে অনেক বার ডোমকল থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিএফও কৌশিক সরকার বলেন, “ওই জঙ্গলে বেশ কিছু সমস্যা রয়েছে। ওখানে কোনও কাঁটাতারের বেড়া পর্যন্ত নেই। বন কর্মীর অভাব, রাতের পাহারাদার নেই। রাতে টহল দেওয়ার গাড়িও নেই। বহরমপুর রেঞ্জ অফিস থেকে ওই জঙ্গলের সুরক্ষার জন্য কর্মী ও গাড়ি পাঠানোর জন্য বলেছি। আশা করছি নিরাপত্তারক্ষী বাড়ালে সমস্যা অনেকটাই কমবে।”
|
লম্বায় প্রায় আড়াই ফুট। গায়ে ছোপ ছোপ দাগ। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে গাড়ির ধাক্কায় আহত হয়েছে ‘চিতাবাঘ’। এগোবে কে? আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামে। তার জেরেই সোমবার রাতে ওই এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ থাকল ২০ মিনিট। কাছে না-ঘেঁষায় রাস্তার উপরে বিনা চিকিৎসায় মৃত্যু হল প্রাণীটির। পরে জানা গেল, জনতা যেটিকে চিতাবাঘ ভেবেছিল, সেটি আসলে মেছো বিড়াল। পুলিশ গিয়ে যখন বিড়ালটিকে উদ্ধার করল, তত ক্ষণে সেটি মারা গিয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিল মেছো বিড়ালটি। একটি গাড়ির ধাক্কায় আহত হয়ে সেটি ছিটকে গিয়ে পড়ে রাস্তার ধারে। তার শুশ্রূষা করতে হাইওয়ের ধারে জগদ্দল থানা এলাকার উচ্ছেগড়ের বাসিন্দারা এগিয়েও আসেন। কিন্তু তাঁদের ধারণা হয়, সেটি চিতাবাঘ। আতঙ্কিত লোকজন এগোতে সাহস পাননি। গাড়ির লাইন পড়ে যায়। কিছু ক্ষণের জন্য কার্যত স্তব্ধ হয়ে যায় এক্সপ্রেসওয়ে। ২০ মিনিট যানজট হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দেড় ঘণ্টা লাগে।
|
কানহা জাতীয় পার্ক থেকে এনে ছয় বছরের এক বাঘিনীকে সম্প্রতি পান্না ব্যাঘ্র প্রকল্পে ছাড়া হল। জন্মের পরই ওই বাঘিনীটির মা মারা যায়। বনের অন্য পশুর হাত থেকে বাঁচাতে আলাদা ঘেরা জায়গায় রাখা হয়েছিল ওই বাঘিনীকে। পান্না ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা আর এস মূর্তি জানান, বাঘিনীটির গলায় রেডিও কলার পরানো আছে। আপাতত তিন সপ্তাহ ধরে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হবে। বন্দি অবস্থা থেকে বনের মুক্ত পরিবেশ মানিয়ে নিতে ওই বাঘিনীটির অন্তত তিন মাস লাগবে বলেও জানান মূর্তি।
|
পুরুলিয়াগামী বাসের ছাদ থেকে সোমবার বরাবাজার থেকে কাঠ উদ্ধার হয়েছে। ডেপুটি সুপার (সদর) অংশুমান সাহা বলেন, “ওই কাঠের কোনও দাবিদার মেলেনি। কাঠ পাচার করা হচ্ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।”
|