টুকরো খবর
তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
তৃণমূল সভাপতির বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক সিপিএম কর্মীর স্ত্রী। রবিবার তিনি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি গত ৭ নভেম্বর সালেপুর-১ পঞ্চায়েতের। প্রসঙ্গত, ওই দিন মোবারকপুর গ্রামে ১০০ দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় সিপিএম নেতা লক্ষ্মণ ঘোড়ুই ও তাঁর স্ত্রীকে মারধর করেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা সুফল চানক। প্রতিবেশী মানিক পোড়েল তার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। মানিকবাবুর স্ত্রী মায়াদেবীর অভিযোগ, “স্বামীকে কেন মারধর করা হল তা জানতে আমি সুফলবাবুর কাছে গেলে তিনি আমাকে কু-প্রস্তাব দেন ও শ্লীলতাহানি করেন।” ঘটনার এত দিন পরে অভিযোগ আনা হল কেন? এর উত্তরে মায়াদেবী বলেন, “আমারা স্বামী এতদিন হাসপাতালে ছিলেন। তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। তিনি বাড়ি ফেরার পরে অভিযোগ করেছি।” অন্যদিকে, সুফলবাবু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বরুদ্ধে মিথ্যা ্ভিযোগ করা হচ্ছে। ওঁর স্বামীকে আমি বা আমাদের দলের কেউই মারধর করেনি।”

কৃষিমজুর সম্মেলন শুরু লিবারেশনের
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত জমি নীতি বাতিল-সহ আট দফা দাবিতে আজ, মঙ্গলবার হুগলির বেলমুড়িতে সিপিআই (এমএল) লিবারেশনের কৃষিমজুর সংগঠনের পঞ্চম রাজ্য সম্মেলন শুরু হচ্ছে। আগামিকাল, বুধবার ওই সম্মেলন শেষ হবে। সারা ভারত কৃষিমজুর সমিতি নামে ওই সংগঠনের অভিযোগ, রাজ্য এবং কেন্দ্র দুই সরকারেরই প্রস্তাবিত জমি নীতি ‘কৃষিমজুর-বিরোধী’। প্রসঙ্গত, কেন্দ্রের জমি অধিগ্রহণ এবং পুনর্বাসন সংক্রান্ত বিল এখনও পাশ হয়নি। সংসদের শীতকালীন অধিবেশনে তা পেশ হওয়ার কথা। আর এ রাজ্যের ‘ভূমি ব্যবহার নীতি’ও এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য সরকারের গড়া কমিটি ওই নীতির খসড়া তৈরি করেছে। লিবারেশনের পলিটব্যুরোর সদস্য তথা কৃষক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কার্তিক পাল সোমবার বলেন, “রাজ্য এবং কেন্দ্রের প্রস্তাবিত জমি নীতি চূড়ান্ত হয়ে গেলে কৃষিমজুরদের স্বার্থ বিপন্ন হবে। তাই আমরা ওই নীতি বাতিলের দাবি তুলছি।”

বৈদ্যবাটিতে জয়ী তরুণ সঙ্ঘ
বৈদ্যবাটির বিএস পার্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনার শ্যামনগর তরুণ সঙ্ঘ। রবিবার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দেয় হুগলির ভদ্রেশ্বর সবুজ পরিষদকে। বিএস পার্ক ক্লাবের ৭৫ পূর্তি উপলক্ষে এক সপ্তাহ ধরে এই প্রতিযোগিতা চলে। হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার চিমা ওকোরি, প্রশান্ত চক্রবর্তী, বর্তমান ফুটবলার লালকমল ভৌমিক প্রমুখ। চ্যাম্পিয়ন দলের হাতে ‘রবি নন্দী উইনার্স ট্রফি’ এবং রানার্স দলের হাতে ‘দীনবন্ধু মুখার্জি রানার্স ট্রফি’ তুলে দেওয়া হয়। এ ছাড়াও দু’টি দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

আমতায় ফুটবল প্রতিযোগিতা
ঈদুজ্জোহা উপলক্ষে দু’দিন ধরে হাওড়ার আমতা ঘোড়াদহ সমাজ সঙ্ঘের উদ্যোগে হয়ে গেল ২৯ তম নক-আউট ‘গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’। রবিবার ফাইনালে হাওড়া কে জি এন স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় রামরাজাতলা ভোলেবাবা কনস্ট্রাকশন একাদশের। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি গোলশূন্য থাকে। টাইব্রেকারে দু’টি দলই তিনটি করে গোল করে। শেষে টসে জিতে যায় হাওড়া কে জি এন স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতায় হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনার ১৬টি দল যোগ দিয়েছিল।

স্মারকলিপি
আরামবাগ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কের দুর্নীতির প্রতিকার চেয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলপি দিল কংগ্রেস। সোমবার সকালে দলের মহকুমা কিষাণ খেতমজুর সংগঠনের পক্ষ থেকে ওই স্মারকলিপি দেওয়া হয়।

লরির ধাক্কায় মৃত্যু যুবকের
ইট-বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ধূলাসিমলার কাছে উলুবেড়িয়া-শ্যামপুর রোডে। পুলিশ জানায়, আসরাফ আলি খান (৩০) নামে ওই যুবকের বাড়ি স্থানীয় রণমহলে। শ্যামপুরের দিক থেকে লরিটি এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসরাফের। দুর্ঘটনার পরে স্থানীয় মানুষ পথ অবরোধ করেন। তাঁদের দাবি, ভাঙাচোরা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। দেহ পাঠানো হয় ময়না-তদন্তের জন্য। ঘণ্টা খানেক পথ অবরোধের জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.