টুকরো খবর
কেন্দ্র-রাজ্য সম্পর্ক ঢেলে সাজতে সম্মেলন কলকাতায়
কেন্দ্র-রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস নিয়ে ১২ এবং ১৩ ডিসেম্বর পূর্বাঞ্চলের সম্মেলন হবে কলকাতায়। মহাকরণ সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠির মাধ্যমে নির্দেশ পাঠানো হয়েছে মুখ্যসচিব সমর ঘোষের কাছে। ওই সম্মেলনে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে বিভিন্ন আঞ্চলিক সম্মেলন হওয়ার পরে দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সেখানে বক্তৃতা দেবেন বলে খবর। কী ভাবে কেন্দ্র-রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস করা যেতে পারে, সেই বিষয়ে প্রাক্তন প্রধান বিচারপতি এম এম পুঞ্ছির অধীনে একটি কমিশন গড়া হয়েছিল। ২০১০ সালের ৩১ মার্চ কমিশন রিপোর্টের সপ্তম খণ্ড জমা দেয়। তার পরে কেন্দ্র এ বিষয়ে সব রাজ্যকে মতামত জানাতে বলে। কিন্তু প্রশাসনিক সূত্রের খবর, মাত্রই কয়েকটি রাজ্য এ ব্যাপারে মতামত জানিয়েছে। তাই রাজ্যগুলির মতামত জানতে এই সম্মেলনের আয়োজন। মহাকরণের এক অফিসার জানান, সম্মেলনে পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির দু’তিন জন করে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা থাকবেন। কিন্তু আয়োজক রাজ্য বলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যাটা হবে ২০ থেকে ২৫। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মুখ্যসচিবকে জানানো হয়েছে, তিনি চাইলে সমাজের কোনও বিশিষ্টজনকেও আমন্ত্রণ জানাতে পারেন। প্রশাসনিক সূত্রের খবর, পুঞ্ছি কমিশন রিপোর্ট নিয়ে বিভিন্ন রাজ্যের মতামত জানতে চাওয়া হবে।

সোরির পরীক্ষায় প্রভাবের চেষ্টা, বলল ছত্তীসগঢ়
ছত্তীসগঢ়ের সন্দেহভাজন মাওবাদী সোনি সোরিকে কলকাতায় পরীক্ষার সময়ে মেডিক্যাল বোর্ডের উপরে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছিল। সুপ্রিম কোর্টে এক হলফনামায় এ কথা জানিয়েছে ছত্তীসগঢ় সরকার। শীর্ষ আদালতে এক আবেদনে সোনি সোরি দাবি করেন, ছত্তীসগঢ় পুলিশের হেফাজতে তাঁর উপরে অত্যাচার করা হয়েছে। এর পরে আদালতের নির্দেশে সোনিকে মেডিক্যাল পরীক্ষার জন্য কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। ছত্তীসগঢ় সরকারের দাবি, সোরি যখন এন আর এসে ছিলেন তখন ওই হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করেন ছত্তীসগঢ়ের মানবাধিকার কর্মী হিমাংশু কুমার ও তাঁর সহযোগীরা। সুপারকে একটি স্মারকলিপিও দেন তাঁরা। ওই স্মারকলিপি পড়লেই বোঝা যায়, মেডিক্যাল বোর্ডকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন হিমাংশু কুমার। এই বিষয়ে প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান,“এই দাবি ভিত্তিহীন। সুপ্রিম কোর্টের নির্দেশে সোনি সোরিকে পরীক্ষা করেছেন চিকিৎসকরা। তাঁদের প্রভাবিত হওয়ার প্রশ্ন নেই।”

আফস্পা প্রসঙ্গে মনমোহন-ওমর কথা
আফস্পা প্রত্যাহার নিয়ে বিতর্কের জেরে এ বার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের কিছু অংশে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার নিয়ে ওমর সরব হলেও তা নিয়ে কংগ্রেসে অনেকেরই আপত্তি রয়েছে। ওমর মনে করেন, জম্মু-কাশ্মীরের যে সব অংশ এখন তুলনামূলক শান্ত, সেখানে আফস্পা তুলে নিলেও অসুবিধা নেই। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওমর সেই প্রসঙ্গই তুলেছেন। জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় তাঁদের। পরে ওমর কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গেও। তবে এই দুই বৈঠকে কী কথা হয়েছে, জানাননি ওমর। টুইটারে লিখেছেন, ‘এই বিষয়ে সংবাদমাধ্যমে এখনই কথা বলার ইচ্ছে নেই।’ পরে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবেন তিনি। তাঁর বক্তব্য, “জাতীয় নিরাপত্তার কথা ভুলে গিয়ে আমি কিছু করছি না।”

গুয়াহাটিতে ২ মণিপুরি জঙ্গি ধৃত
এক মহিলা-সহ দুই মণিপুরি জঙ্গিকে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ। আজ ভোরে লখরা এলাকায় হানা দেয় পুলিশের বিশেষ বাহিনী। ধরা পড়ে পিএলএ জঙ্গি সংগঠনের স্বঘোষিত লেফটেন্যান্ট কর্নেল এন বিমলতা ও তাঁর সঙ্গী রঞ্জিৎ সিংহ। বিমলতাকে জালুকবাড়ি ও রঞ্জিৎকে গড়চুক থানায় রাখা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.