অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তপসিয়ার দেবেন্দ্রচন্দ্র (ডি সি) দে রোডে। পুলিশ জানায়, ধৃতের নাম কালুয়া মাঝি (২৫)। মৃত যুবকের নাম বিশ্বনাথ মাঝি। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, ওই রাতে ডি সি দে রোডের বস্তির একটি ঘরে বসে মদ্যপান করছিলেন বিশ্বনাথ। ঘরটি কালুয়ার এক আত্মীয়ার। কালুয়া সেখানে গিয়ে বিশ্বনাথকে প্রশ্ন করে, কেন তিনি ওই ঘরে বসে মদ্যপান করছেন? কথা কাটাকাটি শুরু হয় দু’জনের মধ্যে। হয় হাতাহাতিও। উত্তেজিত কালুয়া ঘর থেকে বার করে আনে বিশ্বনাথকে। আচমকাই অন্য একটি ঘরের দেওয়ালে তাঁর মাথা ঠুকে দেয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ির ধাক্কায় মৃত্যু: নোদাখালি থানা এলাকার আলমপুরে সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম কেষ্ট সামন্ত (৫৮)। তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন। গাড়িটি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক পলাতক।
|
যে সব বিজ্ঞাপনী হোর্ডিং শহরের পার্কের মুখ ঢাকছে, সাত দিনের মধ্যে সেগুলি সরাতে হবে। না হলে পুরসভাই সরিয়ে দেবে। সোমবার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, বর্তমান পুরবোর্ডের সিদ্ধান্ত, পার্কের মুখ আটকে হোর্ডিং রাখা যাবে না। সোমবার পুরসভার তরফে সব বিজ্ঞাপন সংস্থাকে সার্কুলার দেওয়া হয়েছে, সাত দিনের মধ্যে হোর্ডিং সরাতে হবে। তিনি জানান, শহরের সৌন্দর্যায়নে ইতিমধ্যেই হেরিটেজ এলাকা থেকে বিজ্ঞাপনী হোর্ডিং সরিয়ে ফেলা হয়েছে। এ বার পার্ক থেকে হোর্ডিং সরানো শুরু হবে।
|
কলকাতার ফরাসি দূতাবাসের কনসাল জেনারেলের সই নকল করে চেক ভাঙানোর অভিযোগে গ্রেফতার হলেন সেখানকারই হিসেবরক্ষক সুজিত ঘোষ। পুলিশ জানায়, ২৯ অক্টোবর কনসাল জেনারেল জো লুই রিস্টো অভিযোগ করেন, ১৭টি চেকে তাঁর সই নকল করে ৮,৩৫,০০০ টাকা তোলা হয়েছে। রবিবার আদালত ধৃতকে ২৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেয়।
|
ছিনতাইয়ের অভিযোগে সোমবার শেখ সাজ্জাদ নামে এক যুবককে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। অভিযোগ, রবিবার রামমোহন বেরা লেনের সুপ্তি চক্রবর্তীর হার ছিনিয়ে পালায় সাজ্জাদ। রবিবারই নিউ টাউন থেকে ধরা পড়ে পাঁচ দুষ্কৃতী। ধৃতদের কাছে বোমা, হাঁসুলি ও ভোজালি মিলেছে। পুলিশের দাবি, জেরায় তারা স্বীকার করেছে, নিউ টাউনের নির্মীয়মাণ আবাসন ও অফিসে চুরির জন্য তারা জড়ো হয়। অন্য দিকে, সোমবার নিউ আলিপুরের এক স্কুলে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। কেউ হতাহত হননি। |