টুকরো খবর
টাটা মোটরসের মুনাফা কমলো
কাঁচামাল ও জ্বালানির মূল্যবৃদ্ধি, সুদ বাড়ার সমসা তো ছিলই। এর উপর ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ায় চলতি অর্থবর্ষের দ্বিতীয় (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিকে মুনাফা কমলো টাটা মোটরস ও মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার। গত অর্থবর্ষে এই সময়ে টাটা মোটরসের নিট মুনাফা ছিল ২,২২৩ কোটি টাকা। এ বার তা কমে হয়েছে ১,৮৭৭ কোটি। পূর্বাভাস (২,০৬৭ কোটি টাকা)-এর থেকেও কম। অন্য দিকে, মহীন্দ্রার নিট মুনাফা গত বারের ৭৫৮ কোটি টাকার থেকে কমে হয়েছে ৭৩৭ কোটি। পূর্বাভাস ছিল যে, তা হবে ৭৮৪ কোটি। টাকার দাম পড়ায় তাদের ৩২ কোটি টাকা লোকসান হয়েছে বলে সংস্থার দাবি।

সার্বিক মূল্যবৃদ্ধি সামান্য বাড়ল
প্রত্যাশা আর প্রতিশ্রুতি সত্ত্বেও কমল না সার্বিক মূল্যবৃদ্ধি। বরং আমজনতার উদ্বেগ বাড়িয়ে এখনও তা সামান্য হলেও ঊর্ধ্বমুখী। গত অক্টোবরে মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৭৩%। আগের মাসে ছিল ৯.৭২%। এই নিয়ে টানা ১১ মাস তা রইল ৯ শতাংশের উপরে। প্রণব মুখোপাধ্যায় ও রিজার্ভ ব্যাঙ্কের আশ্বাস ছিল, বছরের শেষ দিক থেকেই কমবে মূল্যবৃদ্ধি। কিন্তু এখনও তা না-হওয়ায় শিল্পকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর কথা ভাবতে পারবে কিনা, প্রশ্ন উঠছে তা নিয়ে। তবে এ বার মূল্যবৃদ্ধি কমবে বলে এ দিনও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

লাভের মুখ দেখল গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক
২০১০-১১ আর্থিক বছরে ২৬.৩৩ কোটি টাকা লাভ করল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক। ২০০৯-১০ আর্থিক বছরে ওই লাভের অঙ্ক ছিল ২০.৬১ কোটি টাকা। ব্যাঙ্কের চেয়ারম্যান রাণা মজুমদার বলেন,‘‘লোকসানে চলা পাঁচটি গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তি ঘটিয়ে তৈরি হয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক। ইতিমধ্যে রাজ্যের ১১টি জেলায় ৫৫৭ টি শাখা রয়েছে। বর্তমান অর্থ-বছরের প্রথম ছয় মাসে আমানতের পরিমাণ ৬২৫৪ কোটি টাকা।’’

ডিজেল গাড়ির দাম বাড়াল মারুতি
ডিজেল-চালিত গাড়ির দাম বাড়াল মারুতি-সুজুকি। সংস্থা ডিলারদের জানিয়েছে, তাদের ডিজেল গাড়ির দাম বাড়ছে ২০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি জাপানি ইয়েনের তুলনায় ভারতীয় টাকার দাম পড়ে যাওয়ার জন্য সে দেশ থেকে যন্ত্রাংশ আনার খরচও বেড়েছে। যে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম গাড়ি সংস্থাটি।

নতুন ব্যবসা চালু
ইন্টেরিয়র ডেকোরেশন, পর্যটন ব্যবসার সঙ্গে এ বার মশলা এবং পোশাকের ব্যবসা চালু করল ইন্টারেট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সোমবার শিলিগুড়ি হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের হল ঘরে সংস্থার এক বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা জানান সংস্থার কর্ণধার। তিনি জানান, কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, হাসপাতাল তৈরির কথাও ভাবা হয়েছে। প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সামাজিক উন্নয়নেও সংস্থা কাজ করবে।”

শিশুদিবস উপলক্ষে
সোমবার কলকাতার সদর দফতরে ব্যাঙ্কের দত্তক নেওয়া কন্যাসন্তানদের নিয়ে শিশুদিবস পালন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পড়াশোনার জন্য ২০০৭ থেকে এখন পর্যন্ত প্রায় ১,২০০ জনকে বছরে ৫ হাজার টাকা করে দেয় ব্যাঙ্কটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.