শহরে কাজকর্মে আসা মায়েদের শিশুর জন্য স্কুল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্রাম বা মফস্সল থেকে যে-সব মহিলা শহরে কাজ করতে আসেন, তাঁদের শিশুদের জন্য স্কুল ও ক্রেশ তৈরি করবে রাজ্যের স্কুলশিক্ষা দফতর। শুক্রবার মহাজাতি সদনে জাতীয় শিক্ষা দিবসের এক অনুষ্ঠানে এ কথা জানান স্কুলশিক্ষা দফতরের সচিব বিক্রম সেন। তিনি বলেন, “ওই মহিলাদের অধিকাংশই শিশুদের কর্মস্থলে নিয়ে যান বা কাছাকাছি কোথাও বসিয়ে রাখেন। এর ফলে ওই শিশুদের শিক্ষার অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই ক্রেশ ও স্কুল তৈরির সিদ্ধান্ত হয়েছে।” সচিব জানান, কর্মস্থলে যাওয়ার সময় মায়েরা ছেলেমেয়েদের ওই সব স্কুলে রেখে যেতে পারবেন। আবার বিকেলে তাদের নিয়ে বাড়ি ফিরে যাবেন। তিনি বলেন, “এর ফলে ওই শিশুরা পড়াশোনার সুযোগ তো পাবেই। সেই সঙ্গে সারা দিন একটা সুস্থ পরিবেশে থাকতে পারবে।” এই ধরনের স্কুল শীঘ্রই তৈরি হয়ে যাবে এবং শহরের পথশিশুদের জন্য আবাসিক স্কুল তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ দিনের অনুষ্ঠানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য নির্মল বিদ্যালয় এবং শিশুমিত্র বিদ্যালয় নামে দু’টি বিশেষ পুরস্কারের কথাও ঘোষণা করা হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এ বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করেন। স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যথাযথ ভাবে মিড-ডে মিল চালু করা ইত্যাদি মাপকাঠিতে বিচার করে ওই দু’টি পুরস্কার দেওয়া হবে।
|
কংগ্রেস-তৃণমূল সম্পর্ক নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শুক্রবারও মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। বিমানবাবুর কুশপুতুলও পোড়ানো হয়। |