রাজ্যের বিজ্ঞপ্তি শীঘ্র
ওয়াকফ-তদন্তের ভার সিবিআই-কেই
য়াকফ সম্পত্তি নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তভার অবশেষে সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার মহাকরণ সূত্রের খবর, এ ব্যাপারে শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
রাজ্যে ওয়াকফ সম্পত্তির ‘নয়ছয়’ ঘিরে অভিযোগ বহু বছরের। পূর্বতন বামফ্রন্ট সরকার তাক সুরাহায় বিভাগীয় তদন্তের বাইরে এগোতে পারেনি। অন্য দিকে বিধানসভা ভোটের আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, তাঁরা ক্ষমতায় এলে ওয়াকফ কেলেঙ্কারির তদন্ত সিবিআই-কে দিয়ে করাবেন। মহাকরণের শাসনভার নেওয়ার ছ’মাসের মধ্যে তাঁর সরকার সেই প্রতিশ্রুতিরক্ষায় উদ্যোগী।
সরকারি সূত্রের খবর: কলকাতায় ওয়াকফ-সম্পত্তি রয়েছে ৮৫০টির বেশি। গোটা রাজ্যে কয়েক হাজার। স্বরাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, অভিযোগগুলো মূলত বেশ কিছু ওয়াকফ সম্পত্তির ‘বেআইনি’ বিক্রি সংক্রান্ত। আর গুরুত্বের নিরিখে বাছাই করে তারই কয়েকটির তদন্তভার দেওয়া হবে সিবিআইকে। এগুলোর মধ্যে রয়েছে:
• শেক্সপিয়র সরণির একটি ওয়াকফ সম্পত্তি। রাজ্য ওয়াকফ বোর্ডের সম্মতিক্রমে ১৯৯১-এ যার মতোয়ালি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে সম্পত্তিটির মধ্যে ২৩ কাঠা জমি সংস্থাটিকে ৯৯ বছরের জন্য ‘লিজ’ দিয়েছিলেন। ১৯৯৫-এ লিজ-জমির ৬৮.৮৪% ওই প্রোমোটারকে বিক্রির অনুমতি চান মতোয়ালি। প্রায় আট বছর বাদে ওয়াকফ বোর্ডের সিইও মতোয়ালিকে চিঠি দিয়ে জানান, বোর্ডের সভায় তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। কিন্তু একটি অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা যায়, এমন কোনও সিদ্ধান্ত ওয়াকফ বোর্ডের বৈঠকে নেওয়া হয়নি। এমনকী, সে প্রসঙ্গে আলোচনাও হয়নি। দেখা যায়, সম্পত্তিটি বিক্রির অধিকার কারও নেই! অভিযোগ, সেটি ৮ কোটিতে বিক্রি হয়েছে।
• এক সরকারি রিপোর্টে প্রকাশ, ৪.৪৬ একরের একটি ওয়াকফ-সম্পত্তি বেআইনি ভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯৪৭-২০০৫ সালের মধ্যে ১৫.৬৩ একরের আরও একটা ওয়াকফ-সম্পত্তি বোর্ডের অনুমতি ছাড়াই বিক্রি হয়ে গিয়েছে ১২ কোটি ৫৪ লক্ষেরও বেশি টাকায়।
• ১৯৯১-২০০০ সালের মধ্যে তৈরি সরকারের অডিট রিপোর্টে আরও একটি ওয়াকফ-সম্পত্তি বেআইনি বিক্রির অভিযোগ উঠে এসেছে। রিপোর্ট মোতাবেক: এক মতোয়ালি সেটি বিক্রির অনুমতি চেয়েছিলেন। ওয়াকফ বোর্ডের কমিশনার তাঁকে চিঠি দিয়ে জানান, বোর্ডের আপত্তি নেই। সেই চিঠির ভিত্তিতে তা বিক্রিও হয়ে যায়। কিন্তু রিপোর্টের বক্তব্য, ওয়াকফ-বিধি মোতাবেক ওই সম্পত্তি বিক্রি করাই যায় না।
• রোল্যান্ড রোডে ১৪.২১ কাঠার একটি ওয়াকফ সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দখলে রয়েছে। অভিযোগ, নিয়ম না-মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা তিন প্রোমোটার সংস্থাকে বেচেছেন দু’কোটি টাকায়।
সরকারি সূত্রের খবর: পশ্চিমবঙ্গে বিগত বাম-শাসনের চৌত্রিশ বছরেই ওয়াকফ-সম্পত্তি নিয়ে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি। সে সম্পর্কে আগের সরকার ক’বার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়, এক বার একটি কমিশনও গড়ে। তার রিপোর্টের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছিল।
তবে বাম জমানার দৌড় ছিল ওই পর্যন্তই। এ বার নতুন সরকারের সিবিআই-তদন্তের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রাক্তন সিপিএম সাংসদ তথা ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হান্নান মোল্লা এ দিন বলেন, “ওয়াকফ সম্পত্তির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই সিবিআই-তদন্তে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা চাই শুধু বাম জমানা নয়, ওয়াকফ বোর্ড প্রতিষ্ঠার একেবারে গোড়া থেকে তদন্ত হোক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.