|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
অমর চিত্রকথা দুর্লভ কেন |
বইপোকা |
কলেজ স্ট্রিট বইপাড়ার পুরাতন গ্রন্থের বিপণিগুলির পাশ দিয়া উত্তরমুখে চলিতেছিলাম। ফুটপাথ যেখানে শেষ হইল সেখানে বাম দিকে ঘুরিয়াই সে দিন যেন এক স্মৃতির স্বপ্নরাজ্যে উপনীত হইলাম। সন্ধ্যার অনুজ্জ্বল আলোকে একটি বিপণির দিকে চোখ ফিরাইতেই স্মৃতিগুলি ভিড় করিয়া আসিল। সেই বিপণিতে থরে বিথরে সাজানো রহিয়াছে বাংলা অমর চিত্রকথা, ইন্দ্রজাল কমিকস। সেই আকর্ষণীয় ছবি, সেই রোমাঞ্চকর চিত্র-গদ্য। পকেটের বাধা মানিলাম না। সংগ্রহ করিলাম বেশ কয়েকটি। তাহার পরে গৃহে ফিরিয়া অনুসন্ধিৎসা জাগিল। সত্যই ত, বহু কাল হইল, নূতন পুস্তকের বিপণিতে নূতন বাংলা অমর চিত্রকথা আর দৃষ্টিগোচর হয় না কেন? তবে উহা কি বন্ধ হইয়া গেল? ইন্টারনেটের শরণ লইলাম। দেখিলাম অমর চিত্রকথা-র মাত্র চোদ্দোটি পুস্তক এখন নূতন ক্রয়লভ্য। ইংরাজিতে বহু পুস্তক প্রকাশিত হইয়া চলিলেও আঞ্চলিক ভাষাগুলিতে, বিশেষত বাংলায়, তাহার প্রকাশ এক রকম বন্ধই হইয়া গিয়াছে। কিন্তু কেন? চিত্রকাহিনি তথা কমিকসের দিকে এখন শিশু-কিশোর পাঠকের আগ্রহ যে ক্রমেই বাড়িতেছে তাহার প্রমাণ বিভিন্ন প্রকাশকের ঘরে পুরাতন গদ্যকাহিনিগুলির কমিক্সায়ন চলিতেছে জোরকদমে। তবু বাংলায় অমর চিত্রকথা-র ধারাটি এমন শীর্ণ কেন? একটি কারণ হয়তো, এই প্রজন্মের শৈশব ইংরাজি ভাষার সহিতই এখন বেশি ঘনিষ্ঠ। আর একটি, কমিকসের বাংলা বাজারটি এখনও তেমন ভাবে যাচাইয়া দেখা হয় নাই। চাহিদা ও বাজারের কথা মাথায় রাখিয়াই চিত্রকথা-কর্তৃপক্ষ বিষয়টি ভাবিয়া দেখিতে পারেন। |
|
|
|
|
|