নানা রকম...

ভাললাগা গান
নিষ্ক্রমণ: রূপম ইসলামের
৮টি গান। সিডি। সারেগামা
থেকে প্রকাশিত।

অন্য ঠিকানা: ইন্দ্রনীলের
নতুন বাংলা গান। সিডি। প্রাইম
মিউজিক থেকে প্রকাশিত।

রবি ও মহুল: রবীন্দ্রনাথের
৮টি কবিতার আবৃত্তি। সিডি। মহুল
রেকর্ডস থেকে প্রকাশিত।

যাত্রা পথের আনন্দগান:
অঞ্জনা দত্তের রবীন্দ্রসঙ্গীত।
রাগা মিউজিক।

পরিপূর্ণ শিক্ষা
শিশির মঞ্চে দু’দিন ধরে পালিত হল ‘কাব্যায়ন’-এর বার্ষিক অনুষ্ঠান। সংস্থার কর্ণধার ব্রততী বন্দ্যোপাধ্যায় আবৃত্তি শিক্ষার এই সংগঠনকে শহরের বাইরেও ছড়িয়ে দিয়েছেন। ব্রততী নিজেই শুরু থেকে শেষ অবধি প্রতিটি অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল রবীন্দ্রনাথ। প্রথম দিনে মঞ্জুলকুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান ২০১১ পার্থ ঘোষ ও গৌরী ঘোষের হাতে তুলে দিলেন ব্রততীর মা মায়া বন্দ্যোপাধ্যায়। মুহূর্তটিকে স্মরণীয় করতে তিনি রবীন্দ্রনাথের ‘কৃপণ’ কবিতাটি আবৃত্তি করলেন। তবে সব চেয়ে প্রাণবন্ত অংশটি হল, ব্রততী ছাড়াও পার্থ ও গৌরী ঘোষের নানা কথা।
অনুষ্ঠানে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যেমন তাদের প্রতিটি অংশ নিষ্ঠার সঙ্গে মুখস্থ করেছেন এবং প্রকাশ করেছেন আন্তরিক ভাবেই। কাব্যায়নের প্রশিক্ষকেরা যেমন নরেশ নন্দী, পিয়ালি ঘোষ, মলয় পোদ্দার ও অলক রায় ঘটক বাচিক শিল্পের প্রতি কতটা দায়বদ্ধ তারই নিদর্শন রাখলেন একক নিবেদনের মাধ্যমে। বিশ্বজিৎ দাসের আবহ ও উত্তীয় জানার আলো যথাযথ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মৌসুমি ভট্টাচার্য।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.