|
|
|
|
কেশপুরে ফের সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে দাঁড়ি পড়ার কোনও লক্ষণই নেই। বৃহস্পতিবার রাতে কেশপুর ব্লকের রণপাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। কয়েক জন আহত হন। তাঁরা সবাই চিকিৎসাধীন। তৃণমূলের দলীয় সূত্রে খবর, কেশপুরে তৃণমূলের নতুন ব্লক সভাপতি আশিস প্রামাণিকের অনুগামীদের সঙ্গে
সংঘর্ষ বাধে পুরনো ব্লক সভাপতি চিত্ত গড়াইয়ের লোকজনের। গোড়ায় বচসা। তা থেকেই ক্রমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ।
একদা কেশপুর ছিল ‘লালদুর্গ’। গত বিধানসভা ভোটের আগে এখানে তৃণমূলের পার্টি অফিস খোলার লোকই পাওয়া যেত না। পালাবদলের পর সেই কেশপুরেই এখন তৃণমূলের ‘দাপট’ বেড়েছে। দলের একাধিক গোষ্ঠী নিজেদের প্রভাব দেখাতে উঠেপড়ে লেগেছে। পুলিশ-প্রশাসনকেও সমস্যায় পড়তে হচ্ছে। কোনও ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলে, সেই গোষ্ঠীর লোকজন ‘প্রভাব’ খাটিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ। পাশাপাশি গত পাঁচ মাসে পশ্চিম মেদিনীপুরের এই এলাকা থেকে একের পর এক জুলুমের অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি দেখে শেষমেশ চিত্ত গড়াইকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন সভাপতি হন আশিস প্রামাণিক। তার পর এক সপ্তাহও গড়ায়নি। ফের বাধল গোষ্ঠী-সংঘর্ষ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তোলা আদায়কে কেন্দ্র করেই দু’পক্ষের গোলমাল বাধে। অভিযোগ, গত পাঁচ মাসে কেশপুরের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়েছে। টাকা তুলেছেন চিত্ত-অনুগামী বলে পরিচিতরাই। ব্লক সভাপতি বদলের পর এখন আশিস-অনুগামী বলে পরিচিতরা সেই টাকার হিসেব চাইছেন। এর জেরেই সংঘর্ষ বাধে রণপাড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তৃণমূলের অবশ্য দাবি, এটি গ্রাম্য বিবাদ। দলের নতুন ব্লক সভাপতি আশিস প্রামাণিকের কথায়, “এটা গ্রামের ঘটনা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” আর চিত্ত গড়াই বলেন, “রণপাড়ায় গোলমাল হয়েছে বলে শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।” দু’জনেরই অভিযোগ, ঘটনার পিছনে সিপিএমের ‘ষড়যন্ত্র’ থাকতে পারে। তবে এই দাবি ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতোই শোনাচ্ছে। |
|
|
|
|
|