বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ছে। ২০১০ সালের সমীক্ষায় বক্সায় অন্তত ২০টি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ওই ঘটনায় উৎসাহিত বন দফতর ফের আগামী ডিসেম্বরে সমীক্ষায় নামার সিদ্ধান্ত নিয়েছে। বাঘের বিষ্ঠা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমেই এ বারও গণনা হবে বলে ঠিক হয়েছে। ব্যবহার করা হবে ক্যামেরাও। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্র পাল সাইনি বলেন, “২০১০ সালের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তাতে বক্সায় ২০টি বাঘের উপস্থিতির কথা জানা গিয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ ও ৪টি মেয়ে বাঘ রয়েছে বলে হায়দারবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির তরফে আমাদের জানানো হয়েছে।” এর আগে ২০০৯ সালে বিষ্ঠা সংগ্রহ করে প্রথম ডি এন এ টেস্টের জন্য পাঠানো হলে ১২- ১৫ রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা জানা যায়। তার পরে গত বছরের রিপোর্ট হাতে পেয়ে উৎসাহিত বন দফতরের কর্তারা। আগামী ডিসেম্বর মাসে রয়্যাল বেঙ্গল টাইগারের গণনার জন্য বিষ্ঠা সংগ্রহ ও ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু করা হবে। বক্সার ক্ষেত্র অধিকর্তা বলেন, “ট্র্যাপ ক্যামেরা ভালভাবে বসানোর জন্য জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের বৈঠক রয়েছে। সেখানে আমরা যোগ দেব।” বক্সায় গবাদি পশু ঢুকে পড়া মাংসাশি প্রাণির বিচরণের ক্ষেত্রে অন্যতম সমস্যা। গবাদি পশু জঙ্গলের ঘাস খেয়ে নেওয়ায় মাংসাশি প্রাণির স্বাভাবিক খাবারের ভাঁড়ারে টান পড়েছে। এই সমস্যা মেটাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে ক্ষেত্র অধিকর্তা জানিয়েছেন।
|
গন্ডারঘাতক চোরাশিকারি দলের একজনকে ধরতে পারলেও পবিতরার গন্ডারের কেটে নেওয়া খড়্গ উদ্ধার হল না। বেলজিয়ান ম্যালিওনিস কুকুর কাজে লাগিয়ে খানিক সূত্র মিললেও পুলিশের মতে, শিকারির দল খড়্গ নিয়ে নাগাল্যান্ডে গা ঢাকা দিয়েছে। ৮ নভেম্বর, মরিগাঁও জেলার পবিতরা অভয়ারণ্যে একটি স্ত্রী গন্ডার মেরে খড়্গ কেটে নেয় শিকারিরা। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার। গন্ডার হত্যায় জড়িত সন্দেহে পুলিশ মফিদুল ইসলাম নামে কুকুয়ারি গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। জেরায় সে জানায়, তিন নাগা শিকারি গন্ডার নিধনে হাত মিলিয়েছিল।
|
দিনের বেলায় চিতাবাঘের হামলার মুখে পড়ে জখম হলেন ২ মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের মালবাজার শহর লাগোয়া নিউগ্লানবো চা বাগানের ১১ নম্বর লাইনে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম ২ জনের নাম শিখা লাকড়া ও নীলিমা ইন্দোয়ার। তাঁদের মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামবাসীরা জানান, এদিন চা গাছের ফুল তুলতে ১১ নম্বর লাইনে যান।
|
বন ও বন্যপ্রাণি সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বালি হাসপাতাল মাঠে দু’দিনের এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতিযোগিতায় যোগ দিয়েছিল আটটি দল। |