টুকরো খবর
অন্য পুজো
হাওড়ার মাশিলার প্রাচীন সংগঠন ‘সপ্তর্ষি’র ২৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজো ও চার দিনের সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। কলকাতার কত কাছে অথচ কত দূরে মাশিলা! যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, ক্লাব ঘর নেই, তবু সংস্কৃতি চর্চায় ঘাটতি নেই। পুজোর উদ্বৃত্ত অর্থ ‘সপ্তর্ষি’ সমাজ সেবায় ব্যয় করতে উদ্যোগী হয়েছে।

মহিলাদের উদ্যোগে
সম্প্রতি হাওড়ার বাজেশিবপুর অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। আয়োজনে ছিলেন ‘আনন্দী লেডিজ অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা। গত ছয় বছর ধরে এই অঞ্চলের মহিলাদের উদ্যোগে গঠিত এই অ্যাসোসিয়েশন পুজো পরিচালনা করে আসছে। তাঁদের এই পুজো এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করল।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.